scorecardresearch
 

Ravindra Jadeja IPL 2022: চোট না অপমানিত হয়ে ছাড়লেন CSK? মুখ খুললেন জাডেজা

জাডেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রেখেছিল চেন্নাই। চলতি আইপিএল শুরুর দু'দিন আগে তাঁকে অধিনায়ক ঘোষণাও করা হয়। কিন্তু সফল হতে পারেননি তিনি। প্রথম ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হারে সিএসকে।

Advertisement
রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিং ধোনি।
হাইলাইটস
  • চোটের কারণে সিএসকে ছেড়েছেন জাডেজা।
  • এবার মুখ খুললেন ঘনিষ্ঠমহলে।

মাঝপথে অধিনায়ক বদল। ৯ ম্যাচে হার। আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপারকিংসে উপর চলতি মরসুমে যেন শনির দৃষ্টি পড়েছে। এসবের মধ্যেই রবীন্দ্র জাডেজাকে নিয়ে বিতর্কে সিএসকে। ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে, রবীন্দ্র জাডেজার কি আদৌ চোট আছে? নাকি চোটের কারণ দেখিয়ে চেন্নাইয়ের সঙ্গ ছাড়লেন? এবার গোটা বিতর্কে মুখ খুললেন অলরাউন্ডার ক্রিকেটার। 

ঘনিষ্ঠমহলের চেন্নাই ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে হতাশা গোপন করেননি জাডেজা। তিনি মনে করেন, নেতৃত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা ঠিকভাবে সামলানো যেতে পারত। সব কিছুই খুব তাড়াহুড়োতে করা হল। একেবারেই সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কেউ ক্ষুব্ধ হতে পারেন। ফলে জাডেজার বক্তব্য থেকে স্পষ্ট, ম্যানেজমেন্টের আচরণ তাঁর না-পসন্দ। এর ফলে আরও ধোঁয়াশা তৈরি হল তাঁর চোট নিয়ে। আদৌ চোটের কারণে মাঝপথে ছাড়লেন নাকি ঝামেলার জেরে সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন, উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের মতে, জাডেজার বক্তব্যে স্পষ্ট সিএসকে-র সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এনিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সিএসকে কর্তৃপক্ষ। 

জাডেজাকে ১৬ কোটি টাকা দিয়ে দলে রেখেছিল চেন্নাই। চলতি আইপিএল শুরুর দু'দিন আগে তাঁকে অধিনায়ক ঘোষণাও করা হয়। কিন্তু সফল হতে পারেননি তিনি। প্রথম ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচেই হারে সিএসকে। এরপর ফের অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। মাহি জানান,'জাডেজা গত বারই জেনে গিয়েছিল এ বছর ওঁকে নেতৃত্ব দিতে হবে। প্রথম দু'টি ম্যাচে সাহায্য করেছিলাম। তার পর ওঁর উপরে সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দিয়েছিলাম। অধিনায়ক হলে অনেক দায়িত্ব আসে। সেটা ওঁর উপরে প্রভাব ফেলছিল। নেতৃত্বের বোঝা জাডেজার খেলার উপর চাপ ফেলছিল।' তার পরের ম্যাচ থেকে চোটের কারণ বাদ পড়েন জাডেজা। প্রশ্ন ওঠে, সত্যিই চোট না সিএসকে-র ব্যবহারে অসন্তুষ্ট জাডেজা সরে দাঁড়ালেন? কারণ নেট মাধ্যমে তাঁকে আর ফলো করছে না সিএসকে। 

Advertisement

চেন্নাই দলের সিইও কাশী বিশ্বনাথন অবশ্য দাবি করেছিলেন, চোটের জন্য জাডেজা ছেড়েছেন। তিনি জানান,'দলের তরফে আমি বলতে পারি, নেট মাধ্যমে গণ্ডগোল হলেও দলের মধ্যে সেটা নেই। জাডেজা সিএসকে পরিবারের অংশ। ভবিষ্যতেও তাই থাকবে।'

আরও পড়ুন- KKR-এর বিপদ বাড়াল DC, প্লে অফে যাবেন শ্রেয়াসরা?

Advertisement