IPL 2023: বিরাট-ডি'ভিলিয়ার্স জুটি দেখা যাবে IPL 2023-তে?

ভিইউএসপোর্টের সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্সকে প্রশ্ন করা হয়েছিল, আগামী আইপিএল মরশুমে তাঁকে কোচ বা মেন্টর হিসেবে দেখা যাবে কিনা? এ প্রসঙ্গে সাউথ আফ্রিকান  তারকা বলেন, ''সত্যি বলতে আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে এটা নিশ্চিত যে আগামী আইপিএলে আমাকে পাওয়া যাবে। তবে আমার কতটা ক্ষমতা থাকবে সেই বিষয় আমি নিশ্চিত না, তবে আমি সেখানে থাকব। আমি ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিতে পারি। আমার দ্বিতীয় বাড়িতে (বেঙ্গালুরু) ফিরে ভরা চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ দেখতে চাই।''

Advertisement
বিরাট-ডি'ভিলিয়ার্স জুটি দেখা যাবে IPL 2023-তে? বিরাট কোহলি ও ডি'ভিলিয়ার্স
হাইলাইটস
  • পরের মরশুমে ফের দেখা যেতে পারে ডিভিলিয়ার্সকে
  • দেখা যেতে পারে ক্রিস গেইলকেও

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ১৫ বছরের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম বার যেখানে টিভি রেটিং অস্বাভাবিক ভাবে পড়ে যেতে দেখা যায়। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিসিসিআইও। এর সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করা হয়েছিল এই মরশুমে ক্রিস গেল, এবি ডি ভিলিয়ার্সদের মত তারকাদের না থাকা।


তবে এবার ভক্তদের জন্য একটি সুখবর দিয়েছেন ডি ভিলিয়ার্স। আগামী আইপিএলে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। তবে ক্রিকেটার হিসেবে নয়, তিনি একজন কোচ বা মেন্টর হিসেবে থাকতে পারেন। ডি ভিলিয়ার্স নিজেই একথা জানিয়েছেন। 

ভিইউএসপোর্টের সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্সকে প্রশ্ন করা হয়েছিল, আগামী আইপিএল মরশুমে তাঁকে কোচ বা মেন্টর হিসেবে দেখা যাবে কিনা? এ প্রসঙ্গে সাউথ আফ্রিকান  তারকা বলেন, ''সত্যি বলতে আমি এখনও কোনো সিদ্ধান্ত নিইনি। তবে এটা নিশ্চিত যে আগামী আইপিএলে আমাকে পাওয়া যাবে। তবে আমার কতটা ক্ষমতা থাকবে সেই বিষয় আমি নিশ্চিত না, তবে আমি সেখানে থাকব। আমি ব্যাঙ্গালোর শিবিরে যোগ দিতে পারি। আমার দ্বিতীয় বাড়িতে (বেঙ্গালুরু) ফিরে ভরা চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ দেখতে চাই।''

৩৮ বছর বয়সী এবি ডি ভিলিয়ার্স এবং ক্রিস গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম দুই ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ১৭ মে খবরটি নিশ্চিত করেছে। বিশেষ বিষয় হল RCB হল IPL-এর প্রথম ফ্র্যাঞ্চাইজি যারা হল অফ ফেম চালু করেছে। 

ডি ভিলিয়ার্স আরসিবির হয়ে ১৫৭টি ম্যাচ খেলেছেন

এবি ডি ভিলিয়ার্স আইপিএলে আরসিবি-র হয়ে মোট ১৫৭টি ম্যাচ খেলেছেন, যাতে ২টি সেঞ্চুরি এবং ৩৭টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪৪৯১ রান করেছেন। ক্রিস গেল, যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বিপজ্জনক ব্যাটসম্যান বলা হয়, তিনি আরসিবির হয়ে  ৯১টি ম্যাচ খেলে ৩৪২০ রান করেছেন, যার মধ্যে ৫টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি রয়েছে।

ক্রিস গেলও আগামী আইপিএল মরশুমে খেলতে পারেন 

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিস গেল বলেছেন, ''গত কয়েক বছরে আইপিএলে আমার সঙ্গে ভাল ব্যবহার করা হয়নি। তখন আমি ভেবেছিলাম ক্রিকেট এবং আইপিএলে এত কিছু করার পরও যদি আমি প্রাপ্য সম্মান না পাই তবে মেগা নিলামে আমার নাম অন্তর্ভুক্ত করব না। ক্রিকেটের পরেও একটা জীবন রয়েছে এবং আমি সেটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।'' 

আরও পড়ুন: IPL-এর প্লে অফে GT vs RR, ফ্যান্টাসি টিম কী রকম হতে পারে?

আরও পড়ুন: সৌরভের হাত ধরে ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টর

আইপিএলে খেলা প্রসঙ্গে গেল বলেন, ''আমি আগামী বছর ফিরব। আইপিএলে আমি তিনটি দল কেকেআর, আরসিবি এবং পঞ্জাবের হয়ে ক্রিকেট খেলেছি। আমি আরসিবি ও পঞ্জাবের মধ্যে যে কোনোও এক দলের হয়ে শিরোপা জিততে চাই। আমি আরসিবিতে ভাল করেছি এবং পঞ্জাবও ভাল খেলেছি।'' 

POST A COMMENT
Advertisement