East Bengal New Investor: সৌরভের হাত ধরে ইস্টবেঙ্গলে আসছে নতুন ইনভেস্টর, শর্ত কী?

মঙ্গলবার আইপিএল-এর (IPL 2022) প্লে অফ ম্যাচের আগে এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন," দেখা যাক এটা সম্ভব হয় কিনা। যতক্ষণ না এটি ঘটছে, এই নিয়ে কিছু বলা উচিত নয়। এই ধরনের কাজ করতে অনেকটা সময় লাগে। কথাবার্তা চলছে। আগামী ১০-১২ দিনের মধ্যে আমরা জানতে পারব। সবটা পরিষ্কার হয়ে যাবে।" 

Advertisement
সৌরভের হাত ধরে ইস্টবেঙ্গলে নতুন ইনভেস্টরসৌরভ গঙ্গোপাধ্যায় ও ইস্টবেঙ্গল ক্লাব
হাইলাইটস
  • মালিক হিসেবেই ইস্টবেঙ্গলে নতুন বিনিয়োগকারী
  • সৌরভের মধ্যস্থতায় নতুন বিনিয়োগকারী

শ্রী সিমেন্টের পর ইস্টবেঙ্গলের (East Bengal Club) নতুন বিনিয়োগকারী কারা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন দলের সমর্থকরা। তবে এবার সেই চিন্তা দূর করলেন বাংলার মহারাজ। কারা বিনিয়োগ করবে তা না বললেও কিছুদিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে সৌরভ এটাও পরিষ্কার করে দিয়েছেন মালিকানার বিনিময়েই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করবে সেই সংস্থা। বেশ কয়েক দিন ধরেই ময়দানে শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) সঙ্গে গাঁটছড়া বাধতে পারে লাল-হলুদ ক্লাব। আর এই বিষয়ে মধ‍্যস্থতা করছেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। 


কী বললেন সৌরভ

মঙ্গলবার আইপিএল-এর (IPL 2022) প্লে অফ ম্যাচের আগে এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন," দেখা যাক এটা সম্ভব হয় কিনা। যতক্ষণ না এটি ঘটছে, এই নিয়ে কিছু বলা উচিত নয়। এই ধরনের কাজ করতে অনেকটা সময় লাগে। কথাবার্তা চলছে। আগামী ১০-১২ দিনের মধ্যে আমরা জানতে পারব। সবটা পরিষ্কার হয়ে যাবে।" 

এর পাশাপাশি সৌরভ আরও জানান, মালিকানার বিনিময়ে শতাব্দী প্রাচীন ক্লাবে বিনিয়োগ করবে সেই সংস্থা।''মালিকানার ভিত্তিতেই বিনিয়োগকারী আসতে চলেছে।'' এমনটাই জানান সৌরভ।

আরও পড়ুন: 'অনেকদিন ক্রিকেট খেললে এরকম সময় আসে,' বিরাট-রোহিতের ফর্ম নিয়ে সৌরভ


আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারাও 
 

কিছুদিন আগে এই নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও জানিয়ে ছিলেন বিনিয়গকারী সংস্থা ও ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে মধ্যস্থতা করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা বলেন," সৌরভ নিজে উদ্যোগ নিয়েছেন। আমাদের সঙ্গে ওঁর আগেই কথা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছি আমরা। সৌরভের মাধ্যমেই হচ্ছে এটা। তবে এরপর কোনও অগ্রগতি হয়েছে কি না, তা আমার জানা নেই। যদি কিছু অগ্রগতি হয়ে থাকে, সেটা সৌরভ নিজেই বলতে পারবেন। তাছাড়া শুধু ম্যান ইউ নয়, আরও অনেকের সঙ্গেই আমাদের কথাবার্তা হচ্ছে।"
 

Advertisement

POST A COMMENT
Advertisement