scorecardresearch
 

RCB, IPl 2022 Playoffs: বিরাটের প্লে-অফ ভাগ্য রোহিতের হাতে, বিজয় মালিয়ার পুরনো ট্যুইটে শোরগোল

এখন দিল্লি-মুম্বই ম্যাচের আগে, বিজয় মালিয়ার ১০ বছরের পুরনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মালিয়া সেই টুইটে মুম্বই ইন্ডিয়ান্সের প্রশংসা করেছিলেন। যে ভাবে তারা নিলামে ক্রিকেটারদের দলে নিয়েছিল তার প্রশংসা করেছিলেন মালিয়া। মালিয়া লিখেছেন, 'আমার মতে আইপিএল নিলামে সেরা কেনা মুম্বই ইন্ডিয়ান্স। একটি দুর্দান্ত দল গড়েছে তারা। অভিনন্দন নিতা বৌদি।' 

Advertisement
বিরাট কোহলি ও রোহিত শর্মা বিরাট কোহলি ও রোহিত শর্মা
হাইলাইটস
  • জিততে হবে রোহিতদের
  • প্লে অফের অঙ্ক কঠিন বিরাটদের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চলতি মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভাগ্য এখন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হাতে। রোহিত শর্মার দল যদি শনিবার (২১ মে) তাদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (DC) পরাজিত করে, তাহলে আরসিবি-র দল প্লে অফে পৌঁছে যাবে। কিন্তু দিল্লির দল ম্যাচ জিতলেই শেষ হয়ে যাবে আরসিবির আশা।


এখন দিল্লি-মুম্বই ম্যাচের আগে, বিজয় মালিয়ার ১০ বছরের পুরনো টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। মালিয়া সেই টুইটে মুম্বই ইন্ডিয়ান্সের প্রশংসা করেছিলেন। যে ভাবে তারা নিলামে ক্রিকেটারদের দলে নিয়েছিল তার প্রশংসা করেছিলেন মালিয়া। মালিয়া লিখেছেন, 'আমার মতে আইপিএল নিলামে সেরা কেনা মুম্বই ইন্ডিয়ান্স। একটি দুর্দান্ত দল গড়েছে তারা। অভিনন্দন নিতা বৌদি।' 


প্রথম শিরোপার অপেক্ষায় আরসিবি 

আইপিএলের অন্যতম জনপ্রিয় দল আরসিবি এখন পর্যন্ত একটিও শিরোপা জিততে পারেনি। যদিও তারা তিনবার টুর্নামেন্টের ফাইনাল খেলে ফেলেছে। দলে বড় ক্রিকেটাররা থাকা সত্ত্বেও, ২০১৭ এবং ২০১৯ মরশুমে নীচের দিকে শেষ করেছিল আরসিবি। ২০২০ মরশুমে, দলটি প্লে অফে জায়গা করে নেয়, কিন্তু ট্রফি জিততে পারেনি। এবার তাদের প্লে অফে পৌঁছনোর ভাগ্য মুম্বইয়ের হাতে।

দুর্দান্ত এক ইনিংস খেলেছেন কোহলি

বৃহস্পতিবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিপক্ষে ম্যাচে ৮ উইকেটে জিতেছে আরসিবি। টস জিতে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটানস ২০ ওভারে পাঁচ উইকেটে ১৬৮ রান করে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৪৭ বলে অপরাজিত ৬২ রান করেন। ডেভিড মিলার ৩৪ ও ঋদ্ধিমান সাহা ৩১ রান করেন। আরসিবি-র হয়ে সবচেয়ে সফল বোলার জশ হ্যাজলউড। তিনি নিয়েছেন দুটি উইকেট।

Advertisement

আরও পড়ুন: চেন্নাইয়ের জার্সিতে আজই শেষবার? ভক্তদের সুখবর ধোনির

জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮.৪ ওভারে দুই উইকেটে ১৭০ রান করে ম্যাচ জিতে নেয়। ৫৪ বলে ৭৩ রানের ইনিংসে আটটি চার ও দুটি ছক্কা মেরেছিলেন কোহলি। কোহলি ছাড়াও অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৪৪ এবং গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) অপরাজিত ৪০ রান করেন। গুজরাটের হয়ে দুটি উইকেটই নেন রশিদ খান (Rashid Khan)। 

Advertisement