Real Madrid vs Manchester City: মধ্যরাতে তান্ডব, রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে UCL ফাইনালে ম্যান সিটি

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করে ছাড়ল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগে ম্যাচ ১-১ অবস্থায় শেষ হওয়ার পর, অনেকেই মনে করেছিলেন ম্যাঞ্চেস্টারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তা হতে দিলেন না পেপ গুয়ার্দেওয়ালা। শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ৪-০ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটি। ১১ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটি।

Advertisement
মধ্যরাতে তান্ডব, রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে UCL ফাইনালে ম্যান সিটিউচ্ছ্বসিত ম্যাঞ্চেস্টার সিটি ফুটবলাররা

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে নাস্তানাবুদ করে ছাড়ল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম লেগে ম্যাচ ১-১ অবস্থায় শেষ হওয়ার পর, অনেকেই মনে করেছিলেন ম্যাঞ্চেস্টারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে তা হতে দিলেন না পেপ গুয়ার্দেওয়ালা। শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ৪-০ গোলে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটি। ১১ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটি।

২৩ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। কেভিন ডি ব্রুইনের ডিফেন্স চেরা পাস থেকে জোরালো শটে প্রথম পোস্টেই কুর্তয়াকে পরাস্ত করেন ডেভিড সিলভা। দ্বিতীয় গোলটাও তাঁরই করা। প্রথমর্ধে বারে বারে মাদ্রিদ রাইটব্যাক ক্যামাভেঙ্গার  পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন সিলভা।


দ্বিতীয় গোলের ক্ষেত্রে যদিও মাদ্রিদের গোটা ডিফেন্সই দায়ি। বাঁ দিক থেকে উঠে আসা জ্যাক গ্রিলিসকে অনেকটা জায়গা ছেড়ে দেয় রিয়াল ডিফেন্স। ভেতরে ঢুকে এসে বল পাস করেন হাল্লোন্ডকে। তাঁর শট বাঁচাতে ছুটে যান তিন ডিফেন্ডার।কুর্তয়াও সেই দিকেই কমিট করে যান। সেই সময় রিয়াল ডিফেন্ডারের গায়ে লেগেই বল আসে সিলভার কাছে। ঠান্ডা মাথায় জোরালো হেডে বল জালে জড়ান সিলভা।
৩৩ মিনিটে প্রথমবার কোনও শট করে রিয়াল। সেই শটে সমতা ফেরাতে পারত তারা। তবে বল ক্রসবারে লেগে বাইরে যায়। এছাড়া গোটা প্রথমার্ধ জুড়ে দাপট দেখিয়েছে সিটি। অন্তত চার গোলে এগিয়ে যেতে পারত তারা।


দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা পাল্টা আক্রমণ করেছিল রিয়াল। তবে সেখান থেকে গোল আসেনি। উল্টে ম্যাচের শেষদিকে আরও দুটি গোল খেয়ে যায় তাঁরা। ৭৬ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি গোল করে ব্যবধান বাড়ান। কেভিন ডি ব্রুইনের ফ্রি কিক থেকে ফ্লিক হেড করেন আকাঞ্জি। রিয়াল ফুটবলার এডের মিলিতাওয়ের গায়ে লেগে বল জালে জড়ায়। ম্যাচের ইনজুরি টাইমে গোল করেন বিশ্বকাপ জেতা জুলিয়ান আলভারেজ। হালান্ডের জায়গায় মাঠে নেমেই গোল করে ফেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার।   
 

Advertisement

POST A COMMENT
Advertisement