scorecardresearch
 

India vs West Indies: ঋষভের 'নোংরা' ঘরের ছবি দিলেন রোহিত, পান্তের দাবি ওটা ক্যাপ্টেনের

ছবিতে দেখা দিয়েছিল ঘরের যত্রতত্র ছড়িয়ে রয়েছে বিভিন্ন আসবাবপত্র, জামা কাপড়। চেয়ারে, টেবিলে সর্বত্র ছড়ান জামা-কাপড়। ঘরের মধ্যে দেখা যাচ্ছে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তকে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই ছবিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, 'এটা কিংবদন্তী ঋষভ পান্তের ঘর।' কার দাবি সত্যি তা নিয়ে জল্পনা চললেও দুই ক্রিকেটারের এই খুনশুটিতে বেশ মজা পেয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা।

Advertisement
রোহিত শর্মার সঙ্গে পান্ত, ডানদিকে সেই ঘরের ছবি রোহিত শর্মার সঙ্গে পান্ত, ডানদিকে সেই ঘরের ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলছে ভারত (India vs West Indies)। টসে হেরে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। হঠাৎ করেই এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋষভ পান্ত (Rishabh Pant)। টিম ইন্ডিয়ার এই সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। কিন্তু ম্যাচের আগে রোহিত শর্মাকে, ঋষভ পন্তের সম্পর্কে মজার তথ্য দিতে শোনা যায়। স্টার স্পোর্টসে ঋষভ পন্তের একটি সাক্ষাৎকার দেখানো হয়েছে, যেখানে ঋষভ পান্ত তাঁর সতীর্থদের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দলের কোন সদস্যের ঘর সবচেয়ে বেশি নোংরা থাকে? এই প্রশ্নের উত্তরে ভারতের উইকেট-কিপার ব্যাটার, অধিনায়ক রোহিত শর্মার নাম নেন। মজার ছলেই ঋষভ পান্তের অভিযোগ ছিল যে, ''রোহিত শর্মা একটি ছবি পোস্ট করেছিল, যাতে ও নিজের ঘরের ছবি দেখিয়ে বলেছিল যে এটাই নাকি আমার ঘর। কিন্তু এটা আমার না, রোহিত ভাইয়ের ঘর ছিল। এরপরেই আমাকে সবাই নোংরা ভাবতে শুরু করে।''

ছবিতে দেখা দিয়েছিল ঘরের যত্রতত্র ছড়িয়ে রয়েছে বিভিন্ন আসবাবপত্র, জামা কাপড়। চেয়ারে, টেবিলে সর্বত্র ছড়ান জামা-কাপড়। ঘরের মধ্যে দেখা যাচ্ছে ভারতের উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্তকে। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া সেই ছবিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা লিখেছেন, 'এটা কিংবদন্তী ঋষভ পান্তের ঘর।' কার দাবি সত্যি তা নিয়ে জল্পনা চললেও দুই ক্রিকেটারের এই খুনশুটিতে বেশ মজা পেয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। 

আরও পড়ুন: এই প্লেয়ারকে কেনা সোজা হবে না, CSK-কে হুঁশিয়ারি অশ্বিনের

 

Advertisement

উল্লেখযোগ্যভাবে, ঋষভ পান্ত গত এক বা দুই বছরে দলে তার জায়গা পাকা করেছেন এবং এখন তিনি তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার প্রথম উইকেটরক্ষক। টেস্টে বেশ কিছু দারুণ ইনিংস খেলেছেন, টি-টোয়েন্টি, ওয়ানডেতেও ভাল খেলে নিজের জায়গা পাকা করেছেন। তবে বুধবার ব্যর্থ হন তিনি মাত্র ১৮ রান করেই আউট হন পান্ত। 

Advertisement