scorecardresearch
 

ICC T20 WC: ফ্রি-তে T20 বিশ্বকাপ ফাইনালের টিকিট চাই? উপায় বলে দিলেন পন্ত

টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলোর টিকিটের জন্য কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর এসেছে। আর সেই সুখবর নিয়ে এসেছেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant)। 

Advertisement
টি২০ বিশ্বকাপ টি২০ বিশ্বকাপ
হাইলাইটস
  • ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনাল
  • বিনামূল্যে টিকিট পাওয়া যাবে

এবারের টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup) ফাইনাল ম্যাচ দেখতে পারেন বিনামূল্যে। তাও আবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে গিয়ে। মেলবোর্নে অনুষ্ঠিত হতে চলা ফাইনাল ম্যাচ দেখতেও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন ক্রিকেট ভক্তরা। টুর্নামেন্টের ফাইনালসহ বাকি ম্যাচগুলোর টিকিটের জন্য কাড়াকাড়ি শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর এসেছে। আর সেই সুখবর নিয়ে এসেছেন ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত (Rishabh Pant)। 

কী জানালেন পন্ত?
মেলবোর্ন ক্রিকেট ম্যানেজমেন্ট ক্রিকেট ভক্তদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের বিনামূল্যে টিকিট জেতার সুযোগ দিয়েছে। এই সম্পর্কে একটি ভিডিও বার্তাও শেয়ার করেছেন ভারতীয় তারকা উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। ইনস্টাগ্রামে ভিডিও বার্তার সঙ্গে পোস্টে বিনামূল্যে টিকিট জেতার কথাও জানিয়েছেন পন্ত।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

আরও পড়ুন: AIFF-এর সভাপতি নির্বাচিত কল্যাণ, হারালেন ভাইচুংকে

বিনামূল্যে টিকিটের জন্য ফর্মটি পূরণ করে জমা দিন

মেলবোর্ন ক্রিকেট ম্যানেজমেন্ট তাদের ওয়েবসাইটে বিনামূল্যে টিকিটের জন্য একটি ফর্ম প্রকাশ করেছে। এতে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে আপনি বিনামূল্যে টিকিট জিততে পারেন। যদিও এটি নির্বাচন প্রক্রিয়ার উপর ভিত্তি করে হবে।

টি২০ বিশ্বকাপ
টি২০ বিশ্বকাপ

আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের দল ঘোষণা শীঘ্রই, কারা থাকতে পারেন?

Advertisement

শুধু তাই নয়, মেলবোর্ন ক্রিকেট ম্যানেজমেন্ট ফাইনাল ম্যাচের টিকিটের পাশাপাশি সমর্থকদের জন্য বিমানের টিকিটও ব্যবস্থা করেছে। অর্থাৎ ফ্লাইটের টিকিট নিয়ে ভক্তদের আর ভাবতে হবে না। বাকি আরও তথ্য জানার জন্য এবং বিনামূল্যের টিকিটের জন্য, আপনাকে এই লিঙ্কটি অনুসরণ করতে পারেন। 

আরও পড়ুন: দুবাইয়ে বিচ ভলি টিম ইন্ডিয়ার, ছুটির মেজাজে রোহিতদের 'মস্তি', VIDEO

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর। এই টুর্নামেন্টটি ২৯ দিন ধরে চলবে, যার ফাইনাল অর্থাৎ চ্যাম্পিয়নশিপ ম্যাচটি ১৩ নভেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হবে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই টুর্নামেন্টের জন্য। 

ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারতও কিছুদিনের মধ্যে তাদের দল ঘোষণা করে দেবে। আইসিসি-র নিয়ম অনুসারে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করতে হবে সমস্ত অংশগ্রহনকারী দলকে।     

Advertisement