scorecardresearch
 

IPL 2022: IPL-এ হর্ষল, সিরাজের সঙ্গে ঝামেলা নিয়ে মুখ খুললেন রিয়ান

সেই দিনের ঘটনার কথা বলতে গিয়ে পরাগ বলেছিলেন, "গত বছর যখন আমরা আরসিবির (RCB) বিপক্ষে খেলছিলাম তখন হর্ষাল প্যাটেল আমাকে আউট করেছিলেন। আমি ফিরে যাচ্ছিলাম। তারপর, তিনি আমাকে যেতে ইশারায়. আমি তখন সেটা খেয়াল করিনি। হোটেলে ফিরে গিয়ে দেখি রিপ্লেতে। এই ব্যাপারটা তখন থেকেই আমার মনে গেঁথে আছে।'

Advertisement
হর্ষাল প্যাটেল ও রিয়ান পরাগ হর্ষাল প্যাটেল ও রিয়ান পরাগ
হাইলাইটস
  • হার্শেলের সঙ্গে বিতর্কে নীরবতা ভাঙলেন পরাগ
  • ২৬ এপ্রিল লিগের একটি ম্যাচে দুজনের মধ্যে তর্ক হয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022 এর সময় হর্ষাল প্যাটেল এবং রিয়ান পরাগের মধ্যে উত্তপ্ত বিতর্ক নিয়ে অনেক কথা বিভিন্ন মহল থেকে শোনা গিয়েছিল। এখন পুরো বিতর্কের কথা সকলের সামনে তুলে ধরেছেন। আইপিএল শেষ হওয়ার পরেই এই বিষয় মুখ খুললেন রিয়ান। পরাগ বলেছেন যে হার্শেলের সতীর্থ মহম্মদ সিরাজ উস্কানি দিয়েছিলেন। পরাগ প্রকাশ করেছেন যে তিনি বাউন্ডারি মারার পরে হার্শেলের দিকে ইঙ্গিত করেছিলেন কারণ ফাস্ট বোলার তাঁকে আইপিএল 2021-এ আউট করার পরেও একই কাজ করেছিলেন।

রিয়ান আইপিএল 2021 এর প্রতিশোধ চেয়েছিলেন

সেই দিনের ঘটনার কথা বলতে গিয়ে পরাগ বলেছিলেন, "গত বছর যখন আমরা আরসিবির (RCB) বিপক্ষে খেলছিলাম তখন হর্ষাল প্যাটেল আমাকে আউট করেছিলেন। আমি ফিরে যাচ্ছিলাম। তারপর, তিনি আমাকে যেতে ইশারায়. আমি তখন সেটা খেয়াল করিনি। হোটেলে ফিরে গিয়ে দেখি রিপ্লেতে। এই ব্যাপারটা তখন থেকেই আমার মনে গেঁথে আছে।'

মহম্মদ সিরাজ আমাকে শিশু বলেছে: রিয়ান 

পরাগ আরও বলেছেন, ''যখন আমি তাঁর (হর্ষালের) শেষ ওভারে রান করি, আমি একই অঙ্গভঙ্গি করেছিলাম। আমি কিছু বলিনি, গালি তো দূরের কথা। কিন্তু তখন সিরাজ আমাকে ডেকে বলল, আরে এদিকে আয়, এদিকে আয়। বলল, তুমি শিশু, শিশুর মতো আচরণ করো।' আমি তাকে বললাম, 'ভাই আমি তোমাকে কিছু বলছি না। ততক্ষণে দুই দলের খেলোয়াড়রা এসে যাওয়ায় বিষয়টি সেখানেই শেষ হয়ে যায়। পরে ম্যাচ শেষ হয়ে গেলেও হার্শেল আমার সঙ্গে করমর্দন করেনি।' 

আরও পড়ুন: ISL-এ ইস্টবেঙ্গলের কোচের দৌড়ে কারা?

আরও পড়ুন:  সামনেই দঃ আফ্রিকার বিরুদ্ধে T20 সিরিজ, নজরে কারা?

২৬ এপ্রিল, রাজস্থান রয়্যালস ইনিংসের শেষ ওভারে হার্শাল প্যাটেলের বলে বোল্ড হন আরআর ক্রিকেটার । শেষ ওভারে মোট ১৮ রান এসেছিল, যেখানে রিয়ান পরাগ দুটি ছক্কা ও একটি চার মারেন। পাশাপাশি সেই ওভারে দুটি রানও নেন পরাগ। শেষ বলে ছক্কা মারার পরই দুজনের মধ্যে তর্ক শুরু হয়। 

Advertisement

Advertisement