scorecardresearch
 

Shikhar Dhawan- Rohit Sharma: সৌরভ-সচিনের রেকর্ড ছুঁতে মাত্র ৬ রান দরকার রোহিত-ধাওয়ানের

ওডিআই কেরিয়ারে এখনও পর্যন্ত রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের জুটি ১১১টি ম্যাচে মোট ৪৯৯৪ রান করেছেন। এই জুটি যদি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আরও ৬ রান করে, তাহলে তাদের মোট রান ৫০০০ ছুঁয়ে যাবে। এমন পরিস্থিতিতে ওপেনিং হিসেবে পাঁচ হাজার রান করা দ্বিতীয় ভারতীয় জুটি হবেন ধাওয়ান-রোহিত।

Advertisement
সৌরভ-সচিন ও রোহিত-ধাওয়ান সৌরভ-সচিন ও রোহিত-ধাওয়ান
হাইলাইটস
  • সুযোগ রোহিত-ধাওয়ানের সামনে
  • ৫ মাস পর ওপেনে রোহিত-ধাওয়ান

টিম ইন্ডিয়ার বর্তমান সেরা ওপেনিং জুটি আজ ফের মাঠে নামবে। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জুটি এই ম্যাচে গড়তে পারেন দারুণ রেকর্ড। গত পাঁচ মাস পর ভারতীয় দলে ফিরছেন ধাওয়ান। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নামবেন ধাওয়ান। এটি ধাওয়ানের জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। কারণ ১৫০ তম ম্যাচে খেলতে নামছেন তিনি। এই ম্যাচটিকে আরও বিশেষ করে তোলার সুযোগ রয়েছে ধাওয়ানের সামনে। ওপেনার হিসেবে কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় জুটিতে ৫০০০ রান করে ফেলার সুযোগ থাকছে রোহিত ও ধাওয়ানের সামনে।

রেকর্ডের জন্য ধাওয়ান-রোহিত জুটির প্রয়োজন ৬ রান
ওডিআই কেরিয়ারে এখনও পর্যন্ত রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের জুটি ১১১টি ম্যাচে মোট ৪৯৯৪ রান করেছেন। এই জুটি যদি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আরও ৬ রান করে, তাহলে তাদের মোট রান ৫০০০ ছুঁয়ে যাবে। এমন পরিস্থিতিতে ওপেনিং হিসেবে পাঁচ হাজার রান করা দ্বিতীয় ভারতীয় জুটি হবেন ধাওয়ান-রোহিত।

আরও পড়ুন: কামিন্সদের হারিয়ে ৩ নম্বরে শ্রীলঙ্কা, WTC টেবিলে কোথায় ভারত ?

সামগ্রিকভাবে এই ক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের ওপেনিং জুটি শীর্ষে রয়েছে। এই দু'জন মিলে ১৩৬টি ওয়ানডেতে মোট ৬৬০৯ রান করেছেন। সামগ্রিক তালিকায় চার নম্বরে রয়েছে রোহিত-ধাওয়ানের জুটি।

আরও পড়ুন: চোট, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI ম্যাচে নাও খেলতে পারেন বিরাট

পাঁচ মাস পর দলে ফিরছেন ধাওয়ান

ইংল্যান্ডের পর টিম ইন্ডিয়াকেও যেতে হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেখানে ওডিআই সিরিজে ধাওয়ানকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করা হয়েছে। পাঁচ মাস পর টিম ইন্ডিয়াতে ফিরছেন ধাওয়ান। এমন পরিস্থিতিতে ইংল্যান্ড সিরিজ তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ তিনি ১১ ফেব্রুয়ারি আমদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর শেষ ওয়ানডে খেলেছিলেন।

Advertisement

দুই দলেরই সম্ভাব্য প্লেয়িং-১১
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি/ইশান কিশান, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল/রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রীত বুমরা, প্রাণন্দ কৃষ্ণ এবং যুজবেন্দ্র চাহাল।


ইংলিশ স্কোয়াড: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (সিএন্ড উইকে), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ডেভিড উইলি, রিস টপলি, ম্যাট পারকিনসন।

Advertisement