টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ২০ জুন ইংল্যান্ডে যাবেন। বৃহস্পতিবার সকালে যখন ভারতীয় দলের একটি দল মুম্বই থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, তখন রোহিত সেই দলে ছিলেন না। রোহিত সম্প্রতি তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে মলদ্বীপ থেকে ফিরে এসেছেন। যার কারণে তিনি সোমবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য বেঙ্গালুরু থেকে রওনা দেবেন।
এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে রোহিত শর্মাকে মুম্বইয়ের ওরলিতে গলি ক্রিকেট খেলতে দেখা যাচ্ছে। নয় সেকেন্ডের ভিডিওতে রোহিত শর্মাকে বল মারার পর হাসতে দেখা যায়।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে ৭টি
১-৫ জুলাই টেস্ট ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে ভারতকে (England vs India)। উল্লেখযোগ্য ভাবে, কোভিড -১৯ -এর কারণে ভারতীয় দল গত বছর ইংল্যান্ড সফরে শেষ টেস্ট ম্যাচ খেলতে পারেনি। চারটি টেস্ট ম্যাচের পরে, টিম ইন্ডিয়া বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। টেস্ট ম্যাচের শেষে দুই দেশকে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে হবে।
চলতি মাসে আয়ারল্যান্ড সফরে ভারতকে (India vs Ireland) দু'টি টি-টোয়েন্টি ম্যাচেও অংশ নিতে হবে ভারতকে। যার জন্য আয়ারল্যান্ডে দ্বিতীয় স্তরের দল পাঠাতে চলেছে ভারত। আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাঁধে থাকবে। এদিকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে।
আরও পড়ুন: আজ সুনীলের 'জামাইষষ্ঠী', এলাহি আয়োজন শ্বশুর সুব্রত ভট্টাচার্যের, দেখুন সব ছবি
আরও পড়ুন: ফের ইস্টবেঙ্গলে হানা চেন্নাইয়িন FC-র! নিয়ে নিল রফিককে
রোহিতের সাম্প্রতিক ফর্ম খারাপ
রোহিত শর্মার সাম্প্রতিক ফর্ম খুব ভাল নয়। আইপিএল 2022 (IPL 2022)-এ, রোহিত ১৪ ম্যাচে মাত্র ২৬৮ রান করেছেন। গড় মাত্র ১৯.১৪। এই মরশুমে রোহিতের স্ট্রাইক রেট ১২০.১৮ এবং সেরা স্কোর ৪৮। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো মরশুমে একটাও হাফ সেঞ্চুরি করতে পারেননি রোহিত। খারাপ ফল করেছে মুম্বই ইন্ডিয়ান্সও (Mumbai Indians)। ইংল্যান্ডের বিরুদ্ধে তাই ফর্মে ফিরতে চান রোহিত।