মাঠে খেলা চলাকালীন ক্রিকেটাররা নানা কথা বলেন। এতদিন মাঠে দর্শক আসায় তাদের চিৎকারে সেই কথা শোনা যেত না। করোনার জন্য দর্শক শূন্য মাঠে খেলা হওয়ায় স্টাম্প মাইকে ধরা পড়ছে সেই সমস্ত কথা। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে স্টাম্প মাইকে শোনা গেল রোহিত শর্মার (Rohit Sharma) কাছে ধমক খাচ্ছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৫ তম ওভারে এই ঘটনা ঘটে। ওডেন স্মিথের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা সমস্যায় পড়েছিল ভারত। স্মিথকে আউট করতে তৎপর হয়েছিলেন ভারত অধিনায়ক। মহম্মদ সিরাজের এক ওভারে ১১ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর উইকেট তুলতে ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) হাতে বল তুলে দেন রোহিত। ফিল্ডিংয়ে বদল করার সময় চাহালকে ধমক দেন ভারত অধিনায়ক।
স্টাম্প মাইকে চাহালের উদ্দেশ্যে রোহিতকে বলতে শোনা যায়, ''দৌড়াচ্ছিস না কেন? কী হয়েছে তোর? যা, ওইদিকে।'' এই ভিডিও এখন ভাইরাল। প্রথম একদিনের ম্যাচের মোট দ্বিতীয় ম্যাচেও বেশ ভাল বল করেছেন চাহাল। একটি উইকেট পেলেও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের হাত খুলে মারতে দেননি ভারতের এই স্পিনার। ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে এক উইকেট নেন তিনি।
আরও পড়ুন: কেন ওপেনার ঋষভ? ক্যারিবিয়ানদের হারিয়ে রোহিত বললেন...
আরও পড়ুন: দুর্দান্ত বোলিং প্রসিধের, রোহিতের নেতৃত্বে সিরিজ জিতল ভারত
৪৪ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। পূর্ণ সময়ের অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ খেলতে নেমেই জয় তুলে নিলেন রোহিত। তিন ম্যাচের একদিনের সিরিজে ভারত এগিয়ে গেল ২-০ ব্যবধানে। একদিনের সিরিজের শেষ ম্যাচ শুক্রবার। সেই ম্যাচে জিতে ক্যারেবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে চায় ভারত। সিরিজের শেষ একদিনের ম্যাচে দলে ফিরতে পারেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। কোভিড হওয়ায় প্রথম দু'টি একদিনের ম্যাচে খেলতে পারেননি ভারতের এই ওপেনার। দ্বিতীয় একদিনের ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন ঋষভ পান্ত।
তিন ম্যাচের একদিনের সিরিজের পর কলকাতায় তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে দুই দল। কলকাতাতেও দর্শক শূন্য মাঠেই খেলতে হবে রোহিত, বিরাটদের।