দুরন্ত প্রসিদ্ধ কৃষ্ণা। একাই চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালেন তিনি। দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রানে ক্যারেবিয়ানদের হারিয়ে সিরিজ জিতে নিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। চোট থাকায় দ্বিতীয় একদিনের ম্যাচে খেলেননি কায়রন পোলার্ড। অন্যদিকে ভারতীয় দলে ফিরলেও ওপেন করতে নামেননি কেএল রাহুল। রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন ভারতের উইকেট-কিপার ব্যাটার ঋষভ পান্ত (Rishabh Pant)। তবে তাতে খুব একটা লাভ হয়নি। দলের নয় রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আট বলে পাঁচ রান করেন তিনি। ঋষভ পান্ত আউট হন ১৮ রান করে। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) আউট হন ১৮ রান করে। মাত্র ৪৩ রানে তিন উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যায় ভারত। এরপর সূর্য কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৯১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন কেএল রাহুল (KL Rahul)।
৪৮ বলে ৪৯ রান করে রান আউট হন রাহুল। সূর্যকুমারকে দুই রানের জন্য ডাকলেও দ্বিতীয় রান নেওয়ার সময় কিছুটা থমকে যান রাহুল। আর তাতেই আকিল হোসেনের থ্রোতে রান আউট হন ভারতের সহ অধিনায়ক। এরপর আর বড় কোনও পার্টনারশিপ গড়ে তুলতে পারেনি ভারত। ৮৩ বলে ৬৪ রান করে আউট হন সূর্যকুমার। ফ্যাবিয়ান অ্যালেনের বলে আলজারি জোসেফের হাতে ক্যাচ দেন তিনি। ৪১ বলে ২৪ রান করে আউট হন ওয়াশিংটন সুন্দর। ২৫ বলে ২৯ রান করে আউট হন দীপক হুডা। শার্দূল ঠাকুর ১৫ বলে ৮ রান করেন। ৫ বলে তিন রান করে ফেরেন মহম্মদ সিরাজও। ১০ বলে ১১ রান করে অপরাজিত থাকেন চাহাল। ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৩৭ রান করে ভারত।
দারুণ বল করেন আলজারি জোসেফ ও ওডেন স্মিথ। দুইজনেই দুটি করে উইকেট নেন। জোসেফ দশ ওভারে ৩৬ রান দিয়ে দুই উইকেট নেন। স্মিথ সাত ওভারে ২৯ রান দেন। একটি করে উইকেট পেয়েছেন কেমার রোচ, জেসন হোল্ডার,আকিল হোসেন ও ফ্যাবিয়েন অ্যালেন। পিচে বাউন্স থাকায় সুবিধা পান পেসাররা।
আরও পড়ুন: ঋষভের 'নোংরা' ঘরের ছবি দিলেন রোহিত, পান্তের দাবি ওটা ক্যাপ্টেনের
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে ৩২ রানে প্রথম উইকেট পড়তেই পরপর তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে সেখানেই শেষ নয়। ৭৬ রানে পাঁচ উইকেট পড়ে যায় ক্যারেবিয়ানদের। ব্রুকস ৪৪ রান করে আউট হতেই সব আশা শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের। ৬৪ বলে ৪৪ রান করেন তিনি। আকিল হোসেন ৫২ বলে ৩৪ রান করলেও দলকে জেতাতে পারেননি। সাই হোপ ওপেন করতে নেমে ২৭ রান করেন। কিং আউট হন মাত্র ১৮ রান করে। ব্যর্থ হন ড্যারেন ব্রাভো (১), অধিনায়ক নিকোলাস পুরান (১৩ বলে ৯), জেসন হোল্ডার (১০ বলে ২)। শেষ দিকে স্মিথ কিছুটা চেষ্টা করেন। তিনিও ২৪ রান করে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন। ১৯৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
চার উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। ৯ ওভারে মাত্র ১২ দিয়ে চার উইকেট নেন তিনি। দুই উইকেট নেন শার্দূল ঠাকুর। একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর ও দীপক হুডা।