scorecardresearch
 

Rohit Sharma Century: একা কুম্ভ রোহিত, দলকে টানছেন অধিনায়ক, ঘূর্ণি পিচে দুরন্ত শতরান

দুর্দান্ত সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ফেললেন রোহিত। মাঠের সর্বত্র শট মেরেছেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার (Team India) স্কোরবোর্ড সচল রেখেই টেস্টে নিজের নবম সেঞ্চুরি করে ফেললেন তিনি। ১০০ করার আগে ১৪ট চার ও ২টো ছক্কা মেরেছেন তিনি। 

Advertisement
রোহিত শর্মা রোহিত শর্মা

দুর্দান্ত সেঞ্চুরি করে ফেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ফেললেন রোহিত। মাঠের সর্বত্র শট মেরেছেন ভারত অধিনায়ক। টিম ইন্ডিয়ার (Team India) স্কোরবোর্ড সচল রেখেই টেস্টে নিজের নবম সেঞ্চুরি করে ফেললেন তিনি। ১০০ করার আগে ১৪ট চার ও ২টো ছক্কা মেরেছেন তিনি। 

প্রথম দিনের শেষেই ৫০করে ফেলেছিলেন ভারত অধিনায়ক। আর দ্বিতীয় দিনে লাঞ্চের পরেই শতরান করে ফেললেন তিনি। তবে তার মধ্যে ওপরদিকে পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছে ভারত। আগের দিনই ৭১ বলে ২০ রান করে আউট হয়ে গিয়েছিলেন কেএল রাহুল। এদিন লাঞ্চের আগেই ৬২ বলে ২৩ রানে আউট হন 'নাইট ওয়াচম্যান' রবিচন্দ্রন অশ্বিন। ১৪ বলে ৭ রান করে আউট হন চেতেশ্বর পূজারা। মর্ফির লেগ স্টাম্পের বাইরের বল স্যুইপ করতে গিয়ে আউট হন তিনি। 

আরও পড়ুন: বল বিকৃতি-বিতর্কে জাডেজা, ম্যাচ রেফারির কাছে ভিডিও জমা টিম ইন্ডিয়ার

বিরাট কোহলিও ব্যর্থ হয়েছেন। মর্ফির বলে ২৬ বলে ১২ রান করে অ্যালেক্স কেরির হাতে ক্যাচ দিয়ে আউট হন। লাঞ্চের পরেই ৮ রান করে আউট হন অভিষেক করা সূর্যকুমার যাদব। চার উইকেট তুলে ভারতকে নিয়ন্ত্রণে রাখেন মর্ফি। তবুও লড়াই চালিয়ে যেতে থাকেন রোহিত। তিনি যখন সেঞ্চুরি করছেন তখন তাঁর ওপর প্রান্তে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন: ৪৫০ উইকেট নিয়ে রেকর্ড অশ্বিনের, পেছনে ফেললেন কুম্বলেকে 

অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম শতরান। দারুণ ধৈর্য ধরে খেলতে থাকেন তিনি। বাজে বল পেলে তা পাঠিয়েছেন বাউন্ডারির বাইরে। ২টো ছক্কা তার প্রমাণ। 

ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।

Advertisement


অস্ট্রেলিয়া দল: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড

Advertisement