নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে রায়পুরে টসে জিতলেও সিদ্ধান্ত নিতে বেশ কিছুটা সময় নিলেন ভারতের (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বেশ কিছুটা সময় নিয়ে টিম ইন্ডিয়া ক্যাপ্টেন জানালেন, তিনি বল করতে চান। প্রায় ১২ সেকেন্ড সময় নেন ভারত অধিনায়ক (Rohit Sharma Toss)। মাথা চুলকাতে দেখা যায় ভারত অধিনায়ককে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায় টম ল্যাথামকে। রোহিতের কান্ড দেখে হেসে ওঠেন সকলেই। হেসে ফেলেন রোহিত নিজেই।
আন্তর্জাতিক ম্যাচে সাধারণ ভাবে এমনটা হয় না। তবে রায়পুরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। ফলে, সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে যায় অনেক সময়ই। রোহিত টসের পরে বলেন, 'আমি আসলে ভুলে গিয়েছিলাম কী নেওয়া উচিত। আমাদের দলের মধ্যে প্রচুর আলোচনা হয়েছে। সেই জন্যই কিছুটা সমস্যা হচ্ছিল।' এই ম্যাচ জিততে পারলে ভারত সিরিজ জিতে নেবে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জেতার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১২ রানে জিতেছে ভারতীয় দল।
আরও পড়ুন: শনিবার দ্বিতীয় ODI-তে নামছে ভারত-নিউজিল্যান্ড, কখন-কীভাবে দেখবেন ম্যাচ ?
দল অপরিবর্তিত
ভারতীয় দল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। পাশাপাশি পরিবর্তন হয়নি নিউজিল্যান্ড দলেও। অর্থাৎ এই ম্যাচেও সুযোগ পেলেন না উমরান মালিক। মূলত ব্যাটিং-এ গভিরতা বাড়াতেই ফের সুযোগ পেলেন শার্দূল ঠাকুর। অন্যদিকে নিউজিল্যান্ড দলে সুযোগ পাননি ইশ শোধি। তবে এই ম্যাচে জিততেই হবে কিউয়িদের।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।
নিউজিল্যান্ড স্কোয়াড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন, ব্লেয়ার টিকনার।