ATK Mohun Bagan, Sandesh Jhingan: সন্দেশকে ছাড়ল ATK মোহনবাগান, এবার কোথায়?

২০২০ সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার। তবে এর পরেই গোটা পরিস্থিতি ঘুরে যায়। চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ। সিবেনিক থেকে ফের সবুজ - মেরুনে যোগ দেন তিনি। সূত্রের খবর, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে নাকি একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। এছাড়াও জানা যাচ্ছে কোচের ফর্মেশনে সন্দেশ একেবারেই ফিট করছেন না। 

Advertisement
সন্দেশকে ছাড়ল ATK মোহনবাগান, এবার কোথায়?সন্দেশ ঝিঙ্গন
হাইলাইটস
  • এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ
  • ইমামি ইস্টবেঙ্গলে খেলতে পারেন তিনি
  • যেতে পারেন বেঙ্গালুরুতে এফসিতেও

ইচ্ছে ছিল বিদেশে খেলতে যাবেন। আর সেই জন্যই এতদিন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) সঙ্গে চুক্তি সই করেননি সন্দেশ ঝিঙ্গন। তবে এবার সবুজ-মেরুন ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) । বৃহস্পতিবার সকালেই কলকাতায় পা রেখেছেন হেড কোচ জুয়ান ফেরান্দো। আর তারপরেই সন্দেশকে ছাড়ার কথা জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের তরফ থেকে। তবে কি ফের বিদেশে খেলতে যাচ্ছেন সন্দেশ? হতেও পারে, তবে সন্দেশকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছে ভারতের ক্লাবগুলিও। ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) পাশাপাশি তারকা ডিফেন্ডারকে দলে নিতে আসরে নেমেছে বেঙ্গালুরু এফসিও (Bengaluru FC)। 

বিদেশেও যাওয়ার রাস্তা খোলা রয়েছে সন্দেশের সামনে। তবে সেক্ষেত্রে অনেক কম টাকায় সই করতে হবে সন্দেশকে। এর আগেও ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দিয়েছিলেন ভারতের এই স্টপার। তবে খেলতে পারেননি।  

আরও পড়ুন: ঝুলন গোস্বামীকে ভারত গৌরব সম্মান দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব   

২০২০ সালে কেরল ব্লাস্টার্স থেকে এটিকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। কিন্তু তার পরের মরশুমেই সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার। তবে এর পরেই গোটা পরিস্থিতি ঘুরে যায়। চোট-আঘাতের জেরে সেখানে খেলতে পারেননি সন্দেশ। সিবেনিক থেকে ফের সবুজ - মেরুনে যোগ দেন তিনি। সূত্রের খবর, এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে নাকি একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। এছাড়াও জানা যাচ্ছে কোচের ফর্মেশনে সন্দেশ একেবারেই ফিট করছেন না। 

আরও পড়ুন: ISL জয়ী বাঙালি ফুটবলারকে সই করাচ্ছে ইমামি ইস্টবেঙ্গল

কিন্তু এখন প্রশ্ন হল আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবে ঝিঙ্গান? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইমামি ইস্টবেঙ্গল। বিগত বেশ কিছু দিন ধরে সন্দেশের পরিস্থিতির দিকে নজর রেখেছে লাল-হলুদ ক্লাব। যদিও একটা সময় ঘনিষ্ঠ মহলে সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন। তবে তিনি পেশাদার ফুটবলার। তাই লাল-হলুদ জার্সিও তাঁর গায়ে উঠতে পারে। আবার জাতীয় দলের সতীর্থ সুনীল ছেত্রীদের সঙ্গেও খেলতে দেখা যেতে পারে সন্দেশকে। এছাড়াও বিদেশে বিশেষ করে ইউরোপের কোন ক্লাবে খেলতে পারেন সন্দেশ। এই মুহূর্তে সস্ত্রীক রাশিয়ায় রয়েছেন সন্দেশ।

Advertisement

POST A COMMENT
Advertisement