
প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায়কে (Sangram Mukherjee) রিজার্ভ দলের গোলরক্ষক কোচ হিসেবে নিয়োগ করল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বৃহস্পতিবার থেকে দল নিয়ে অনুশীলনে নেমে পড়েছেন তিনি। সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ দল তৈরির দিকেও বিশেষভাবে মন দিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। ইতিমধ্যে কেরলের চার ফুটবলের সই করিয়ে নিয়েছে তারা।
দল গুছিয়ে নিচ্ছে লাল-হলুদ
দলে রয়েছেন অতুল উন্নিকৃষ্ণন, আদিল অমলের মত সন্তোষ ট্রফি জয়ী ফুটবলাররা। এই মরশুমে মহম্মদ নিষাদকে রিজার্ভ দলের গোলকিপার হিসেবে নিয়েছে ইস্টবেঙ্গল সেই দলের গোলরক্ষক কোচ হিসেবে কাজ করছেন সংগ্রাম। নিজের সময় দেশের সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি।
আরও পড়ুন: টেনিসকে বিদায় জানালেন রজার, কান্নায় ভেঙে পড়লেন 'শত্রু' নাদালও
দুই বড় ক্লাবেই খেলেছেন সংগ্রাম
শুধু ইস্টবেঙ্গল নয় মোহনবাগানেও পাঁচ বছর সুনামের সঙ্গে খেলেছেন তারকা গোলরক্ষক। একটা সময় ইউনাইটেড স্পোর্টস-এর হয়েও দারুন খেলেছিলেন তিনি। দেশের সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পাশাপাশি পেনাল্টি বিশেষজ্ঞ হিসেবেও নিজেকে প্রমাণ করেছিলেন সংগ্রাম। বহুবার পর ক্লাবকে আইএফএ শিল্ড ও ফেডারেশন কাপের মতো টুর্নামেন্ট জিতিয়েছে সংগ্রামের বিশ্বস্ত হাত।
আরও পড়ুন: রোনাল্ডোর সঙ্গিনী জর্জিনার ছবিতে এ কী কমেন্ট করলেন মেসির স্ত্রী, মুহূর্তে VIRAL
নৈহাটিতে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ
প্রথম ম্যাচে খিদিরপুরের বিরুদ্ধে সম্ভবত রিজার্ভ টিমের ফুটবলাররাই খেলবেন। ইতিমধ্যে কেরলের হয়ে সন্তোষ ট্রফিতে ভালো খেলা চার ফুটবলারকে সই করিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। সুপার সিক্সের জন্য যদিও পুরো দলের নামই নথিভুক্ত করা হয়েছে। রবিবার ইমামি ইস্টবেঙ্গল যখন কোচ বিনো জর্জের অধীনে সুপার সিক্সের খেলায় ব্যস্ত থাকবে তখন সিনিয়র দলের বাকিদের নিয়ে অনুর্ধ ২০ ভারতীয় দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ৩০ সেপ্টেম্বর আই লিগের দল রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। ইতিমধ্যেই এরিয়ানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে তারা। তিন গোলে জয় পেয়েছে ইমামি ইস্টবেঙ্গল। পূজোর আগে ২৮ সেপ্টেম্বর সুপার সিক্সের আরও একটি ম্যাচ খেলবে তারা। প্রতিপক্ষ রাজদীপ নন্দীর এরিয়ান। এখানেই প্রথম পরীক্ষা সংগ্রামের। ইস্টবেঙ্গলের গোলরক্ষক কোচ হিসেবে কতটা সফল হতে পারেন তিনি সেটাই এখন দেখার।