scorecardresearch
 

IPL 2022 Playoffs, GT vs RR: সঞ্জুর ব্যাট থেকে এল ঝোড়ো ৪৭, নির্বাচকদের জবাব RR ক্যাপ্টেনের?

যশস্বী জয়সওয়াল দ্রুত ফেরার পর সঞ্জু স্যামসন ব্যাট করতে এসে, প্রথম বলেই নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দেন। প্রথম বলেই জোরাল ছক্কা হাঁকান সঞ্জু। এরপর তাঁকে ক্রমাগত আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়, সঞ্জু তাঁর ইনিংসে ৫টি চার ও ৩ ছক্কা মারেন। গুজরাত টাইটান্সের সাই কিশোরের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে হাফ সেঞ্চুরি মিস করেন সঞ্জু স্যামসন। 

Advertisement
সঞ্জু স্যামসন, ছবি- টুইটার সঞ্জু স্যামসন, ছবি- টুইটার
হাইলাইটস
  • দারুণ ব্যাটিং সঞ্জুর
  • ৪৭ রান করলেন তিনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 (IPL 2022) এর প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটানস এবং রাজস্থান রয়্যালস (GT vs RR)মুখোমুখি। রাজস্থান এই ম্যাচে প্রথমে ব্যাট করছে এবং অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) ইডেনে ঝড়ো ইনিংস খেলেছেন। সঞ্জু স্যামসন মাত্র ২৬ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন, হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেও দলকে দারুণ একটা ভাল জায়গায় দাঁড় করিয়ে দেন রাজস্থান অধিনায়ক।

যশস্বী জয়সওয়াল দ্রুত ফেরার পর সঞ্জু স্যামসন ব্যাট করতে এসে, প্রথম বলেই নিজের উদ্দেশ্য পরিষ্কার করে দেন। প্রথম বলেই জোরাল ছক্কা হাঁকান সঞ্জু। এরপর তাঁকে ক্রমাগত আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা যায়, সঞ্জু তাঁর ইনিংসে ৫টি চার ও ৩ ছক্কা মারেন। গুজরাত টাইটান্সের সাই কিশোরের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে হাফ সেঞ্চুরি মিস করেন সঞ্জু স্যামসন। 

গোটা মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সঞ্জু।

এই আইপিএল জুড়ে দুর্দান্ত ফর্মে রাজস্থান ক্যাপ্টেন। এখনও পর্যন্ত খেলা ১৫টি ম্যাচে তিনি ৪২১ রান করেছেন। তাঁর গড় ৩০। সঞ্জু স্যামসন মাত্র ২টি হাফ সেঞ্চুরি করেছেন। কিন্তু তিনি এমন অনেক ছোট ও ঝড়ো ইনিংস খেলেছেন যা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে বা তাঁর দলকে রানের প্রয়োজনীয় গতি এনে দিয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সঞ্জু স্যামসন। 

আরও পড়ুন: সুপারনোভার সুপারওম্যান হরমনপ্রীত কৌর, VIRAL দুধর্ষ ক্যাচের VIDEO

আরও পড়ুন: RR-এর দাবি, ইডেনে ঝড় তুলবেন 'বেবি গাঙ্গুলি', দেখুন VIDEO

আইপিএল 2022 এর পর দক্ষিণ আফ্রিকা সিরিজে নেই সঞ্জু

ভারতকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে, যার জন্য সম্প্রতি দল ঘোষণা করা হয়েছিল। এতে সুযোগ পাননি সঞ্জু স্যামসন, এই সিদ্ধান্তে অবাক সবাই। কারণ সঞ্জু স্যামসন টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন এবং সিনিয়র খেলোয়াড়দের এবার বিশ্রাম দেওয়া হয়েছিল। এমতাবস্থায় সবাই আশা করেছিল সঞ্জু স্যামসনের নির্বাচন নিশ্চিত, কিন্তু নির্বাচকরা তা করেননি। 
 

Advertisement

Advertisement