scorecardresearch
 

ATK Mohun Bagan: জুয়ান ফেরান্দোর ATK Mohun Bagan-কে হারালেন বাংলার ছেলেরা

বৃহস্পতিবার  বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই দল।  চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ রয়েছে। তারই প্রস্তুতিতে ব্যস্ত জুয়ান ফেরান্দোর দল।  বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের অবস্থা বুঝে নিতে চেয়েছিলেন। সেই কারণেই দলগঠন, ফুটবলার পরিবর্তন সবেতেই ছিল পরীক্ষা নিরীক্ষার  ছাপ।  এটিকে মোহনবাগানের গোলরক্ষক আর্শ আনওয়ে বাংলা দলের গোলরক্ষার দায়িত্ব সামলান।

Advertisement
তুহিন দাস তুহিন দাস
হাইলাইটস
  • ১-০ গোলে হারল এটিকে মোহন বাগান
  • গোল করলেন বাংলা দলের লেফটব্যাক তুহিন দাস

বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হেরে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ম্যাচের ফল ১-০।  বাংলা দলের হয়ে একমাত্র গোল করেন লেফটব্যাক তুহিন দাস।  জর্জ টেলিগ্রাফের তরুন ফুটবলারটি নতুন মরশুমে ইস্টবেঙ্গলের (East Bengal) সঙ্গে প্রাক চুক্তি করে রেখেছেন। সন্তোষ ট্রফির (Santosh Trophy) ফাইনালে কেরলের কাছে টাইব্রেকারে হারতে হলেও দারুণ ফুটবল খেলেছিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। মঙ্গলবার কেরল থেকে ফিরে বৃহস্পতিবার ফের মাঠে নামে বাংলার দল। সেই ম্যাচেও জয় পেল তারা।   

বৃহস্পতিবার  বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুই দল।  চলতি মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে এটিকে মোহনবাগানের এএফসি কাপের ম্যাচ রয়েছে। তারই প্রস্তুতিতে ব্যস্ত জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দল।  বাংলার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দলের অবস্থা বুঝে নিতে চেয়েছিলেন। সেই কারণেই দলগঠন, ফুটবলার পরিবর্তন সবেতেই ছিল পরীক্ষা নিরীক্ষার  ছাপ।  এটিকে মোহনবাগানের গোলরক্ষক আর্শ আনওয়ে বাংলা দলের গোলরক্ষার দায়িত্ব সামলান।  প্রীতম কোটালকে স্ট্রাইকার হিসেবে খেলান সবুজ-মেরুন হেডস্যার। প্রথমার্ধে জনি কাউকো ছাড়া কোনও বিদেশিকে রাখেননি তিনি। বিরতির পরে একাধিক বদল করেন। বাংলা দলের বিরুদ্ধে খেলার পর ১১ মে এটিকে মোহনবাগান ইগর স্টিম্যাচের ভারতীয় দলের বিরুদ্ধে খেলবে। 

আরও পড়ুন: বাংলা দলের সঙ্গেই হানিমুনে অরুণ লাল-বুলবুল, কবে যাচ্ছেন তাঁরা

আরও পড়ুন: ধোনিকে আউট করে গালাগাল দিলেন বিরাট! টুইটারে যুদ্ধ ফ্যানদের VIDEO

রয় কৃষ্ণ (Roy Krishna) ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পারিবারিক সমস্যা মিটিয়ে ফিরে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফিজির এই তারকা স্ট্রাইকার। তবে আজকের ম্যাচে ছিলেন না তিনি। এর আগে এএফসি কাপের দুটি ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। তবে কোনটিতেই ছিলেন না রয় কৃষ্ণ। 

Advertisement

প্রস্তুতি ম্যাচের পর বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ''বাঙালি ফুটবলাররা যে পিছিয়ে নেই এবছরের সন্তোষ ট্রফিতে  প্রমাণ হয়েছে।  এটিকে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই ফুটবলারদের আগামী দিনে ভাল খেলতে উদ্বুদ্ধ করবে।''

Advertisement