scorecardresearch
 

ATK Mohun Bagan vs SC East Bengal: ডার্বির মঞ্চে সুভাষ-স্মরণ, দারুণ উদ্যোগ দুই প্রধানের

এটিকে মোহনবাগান দলে হুগো বুমোস ফেরত আসলেও দলে নেই গোল মেশিন রয় কৃষ্ণ। চোটের কারণে তাঁকে খেলানোর ঝুঁকি নিলেন না এটিকে মোহবাগান কোচ হুয়ান ফেরান্দো। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পান রয়। আশুতোষ মেহেতার জায়গায় দলে এসেছেন প্রবীর দাস। দলে রয়েছেন কার্ল ম্যাকহিউও। সবুজ মেরুনের অধিনায়ক প্রীতম কোটাল।

Advertisement
সুভাষ স্মরণে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান সুভাষ স্মরণে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান

আইএসএল-এর ডার্বির আগে প্রয়াত প্রবাদপ্রতিম ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিককে (Subhash Bhowmick) দারুণ ভাবে শ্রদ্ধা জানাল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান। যে কোনও ম্যাচের আগেই দলের বারোতম সদস্যের নাম ঘোষণা করে দলগুলি। সেখানে সাধারণ ভাবে কোনও সমর্থকের নাম থাকে। তবে এবার ফুটবলার ও কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে ও মোহনবাগানকে প্রচুর খেতাব জেতান সুভাষ ভৌমিককে তাঁদের টুয়েলভ ম্যান হিসেবে স্বীকৃতি দিল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। কিংবদন্তীকে সম্মান জানানোর এর চেয়ে বড় মঞ্চ হতে পারত না। গত ২৫ জানুয়ারি একবালপুরের এক নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ফুটবলার ও কোচ। সেই কারণেই ডার্বির মঞ্চে তাঁকে সম্মান জানাল দুই প্রধান। ১২ নম্বর জার্সিতে সুভাষ ভৌমিকের নাম লিখে তা রিজার্ভ বেঞ্চে রাখবে দুই দল।

ডার্বিতে প্রথম থেকে নেই রয় কৃষ্ণ

এটিকে মোহনবাগান দলে হুগো বুমোস ফেরত আসলেও দলে নেই গোল মেশিন রয় কৃষ্ণ (Roy krishna)। চোটের কারণে তাঁকে খেলানোর ঝুঁকি নিলেন না এটিকে মোহবাগান কোচ হুয়ান ফেরান্দো। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে চোট পান রয়। আশুতোষ মেহেতার জায়গায় দলে এসেছেন প্রবীর দাস। দলে রয়েছেন কার্ল ম্যাকহিউও। সবুজ মেরুনের অধিনায়ক প্রীতম কোটাল।

আরও পড়ুন: এসসি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখেননি, ডার্বির আগে দাবি ফেরান্দোর

আরও পড়ুন: ডার্বি জয়ের পুরনো ভিডিও দেখিয়েই দলকে তাতাচ্ছেন রিভেরা

রফিককে ছাড়াই নামছে এসসি ইস্টবেঙ্গল

মহম্মদ রফিককে রিজার্ভ বেঞ্চে রেখে দল গঠন করেছে লাল-হলুদ। দলে আছেন ড্যারেন সিডওয়েল। প্রত্যাশা মতোই ফ্রান্সিস্কো সোতাকে রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করছে এসসি ইস্টবেঙ্গল। গত ম্যাচে হায়দ্রাবাদ এফসির-র বিরুদ্ধে শুরু থেকে না খেললেও এটিকে মোহনবাগানের বিরুদ্ধে দলে রয়েছেন হীরা মন্ডল।    

Advertisement

প্রথম চারে যাওয়ার হাতছানি এটিকে মোহনবাগানের

এই ম্যাচ থেকে তিন পয়েন্ট পেলে প্রথম চারে পৌঁছে যাবে এটিকে মোহনবাগান। এরপরের আরও দুটি ম্যাচ মুম্বাই সিটি এফসি ও হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে জিততে পারলে এক নম্বরে উঠে আসার সুযোগ থাকছে ফেরান্দোর দলের সামনে। অন্যদিকে এসসি ইস্টবেঙ্গলের আজ সম্মান বাঁচানোর লড়াই। 

Advertisement