কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে আসছেন না সাকিব আল হাসান (Shakib Al Hasan)। তবে কেন আইপিএল-এ খেলতে এলেন না বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার? মনে করা হয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নো অবজেকশন সার্টিফিকেট না দেওয়ায় কেকেআর-এর হয়ে খেলতে পারছেন না তিনি। তবে এ ব্যাপারে মুখ খুলেছেন সাকিব।
কেন খেলছেন না সাকিব?
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। সেখানে আইপিএল-এ খেলতে না পারা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। তিনি বলেন, 'এই বছরেই বিশ্বকাপ ভারতে। তাই ভারতে খেলতে যেতে পারলে ভালো হত। তবে পারিবারিক সমস্যার কারণে দেশেই থাকতে হচ্ছে।' কলকাতা নাইট রাইডার্স সাকিবকে না পেলেও পরিবর্ত ক্রিকেটারের নামও ঘোষণা করে দিয়েছে। জেসন রয়কে দলে নিয়েছে তারা।
আরও পড়ুন: 'ঝুমে যো পাঠান,' গানে বিরাটকে নাচ শেখাচ্ছেন শাহরুখ, VIDEO VIRAL
চুক্তি অনুযায়ী শাকিবের সুযোগ ছিল, কলকাতার অনুরোধে সাড়া না দিয়ে শুধুমাত্র জাতীয় দলের ম্যাচের বাইরে বাকি সময়টুকুর জন্যই আইপিএলে খেলা। চুক্তির শর্তের কারণে তখন কলকাতার কিছুই করার থাকত না। এই সিদ্ধান্ত মানতে বাধ্য থাকত কেকেআর। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেক দিনের। সেই সুসম্পর্কের কারণেই তিনি তাদের প্রস্তাব মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের আইপিএলে শেষ পর্যন্ত সাকিব খেলছেন না। তবে এ ব্যাপারে সাকিবের কাছে জানতে চাইলে তিনি কিছু বলতে চাননি।
আরও পড়ুন: ঘরোয়া টুর্নামেন্ট খেলেননি, পন্ডিতের টোটকায় রাতারাতি 'হিরো' সুয়শ
ভালো ছন্দে লিটনও
কেকেআর-এর আরেক ক্রিকেটার লিটন দাসও এই টেস্টে ভালো খেলেছেন। তিনি এখনও কেকেআর দলের সঙ্গে যোগ দেননি। তবে এই টেস্টের পর তিনি দলে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।