scorecardresearch
 

আজাজের বিশ্বরেকর্ডের দিনে লজ্জার বিপর্যয় কিউইদের, ৬২ রানেই শেষ ইনিংস

৬২ রানে শেষ নিউ জিল্য়ান্ডের ইনিংস। প্রথম ম্যাচে হার এড়িয়েছিলেন। এই টেস্টে আর হলো না। আজাজ প্য়াটেলের বিশ্বরেকর্ডের আনন্দ ম্লান করে দিলেন সতীর্থরা।

Advertisement
ব্য়াট হাতে নিতেই জারিজুরি শেষ কিউইদের ব্য়াট হাতে নিতেই জারিজুরি শেষ কিউইদের
হাইলাইটস
  • ৬২ রানে অল আউট কিউইরা
  • আজাজের বিশ্বরেকর্ড এখন পিছনের সারিতে
  • মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ড

আজাজ প্যাটেল-এর বিশ্ব রেকর্ডের আনন্দ কয়েক ঘন্টাও স্থায়ী হলো না। ১০ মিনিটে বিশ্বরেকর্ড গড়ার দিনে কয়েক ঘন্টার মধ্যে ৬২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়লো নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ কিউই ব্য়াটারদের।

প্রথম ইনিংসে ২৬৩ রানের লিড নিয়ে ভারতীয় দল অবশ্য ফলোঅন করানোর রাস্তায় হাঁটেনি নিউজিল্যান্ডকে ।লক্ষ্য পরিষ্কার। চতুর্থ ইনিংসে ব্যাট করার কোনও রকম ঝুঁকি নেবে না ভারত। মাত্র দ্বিতীয় ইনিংসে যেভাবে ঘূর্ণিপাকে নাকানিচোবানি খেয়েছে কিউইরা, আরও শ'দুয়েক রানের লিড চাপিয়ে দিতে পারলে কেল্লাফতে।

স্ট্র্যাটেজিতেও সামান্য বদল এনেছে ভারতীয় দল। মায়ানক আগারওয়াল এর সঙ্গে ওপেন করতে পাঠানো হয়েছে চেতেশ্বর পুজারাকে। আজ সবেমাত্র ম্যাচের দ্বিতীয় দিন। ভারতীয় দল যদি কাল আজ বেলা পর্যন্ত ব্যাট করে নিউজিল্যান্ডকে সামনে শ'চারেক রানের লিড দিয়ে দিতে পারে। তাহলে তা অতিক্রম করে জয় তো দূরের কথা ম্যাচ বাঁচানোও নিউজিল্যান্ডের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়বে।

নিউজিল্যান্ডের সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন নেই। তার অনুপস্থিতিতে দলকে আজ দিশেহারা দেখিয়েছে। শেষের দিকে কাইল জেমিসনের দাঁতচাপা ১৬ রান ছাড়া ইনিংসের টপঅর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তবে শুধুমাত্র স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেছে তাই নয়। এ দিন শুরু থেকেই ভারতীয় পেসার মহাম্মদ সিরাজ এর আগুনে ঝলসে গিয়েছেন কিউই পাখিরা।

 

Advertisement