শোয়েব আখতারগোটা দেশ আজ (২৬ জুলাই) কার্গিল বিজয় দিবস উদযাপন করছে। ২৩ বছর আগে, কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। কার্গিল যুদ্ধ ৬০ দিনেরও বেশি সময় ধরে চলেছিল। এই যুদ্ধের নাম ছিল অপারেশন বিজয়। পাকিস্তানের সেনাদের সঙ্গে লড়াই করতে গিয়ে ৫২৭ জন ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন। এই কার্গিল যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলেন শোয়েব আখতার। দুই বছর আগে এক সাক্ষাৎকারে নিজেই জানান সেই কথা। দুই বছর পর কার্গিল বিজয় দিবসের দিন ফের ভাইরাল সেই ভিডিও।
খেলাধুলা এবং বিশেষ করে ক্রিকেটও এই যুদ্ধের আঁচ এসে পড়ে। উভয় পক্ষের অনেক খেলোয়াড় এ নিয়ে বিভিন্ন সময় অনেক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। তাদের একজন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি দুই বছর আগে পাকিস্তানি নিউজ চ্যানেল এআরওয়াই-তে বলেছিলেন যে, তিনি দুই বার কার্গিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে জেতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
'মরে গেলে এক সঙ্গে মরব'
আখতার তাঁর সাক্ষাৎকারে বলেন, ''আমার দেশপ্রেম নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। খুব কম লোকই জানে যে সেই সময়ে নটিংহাম কাউন্টি ক্লাবের সঙ্গে আমার চুক্তি হয়েছিল। ২০০২ সালেও একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু কার্গিল যুদ্ধের জন্য আমি সব ছেড়ে দিই।'
আরও পড়ুন: T20-র রমরমা, ওয়ানডে ক্রিকেট ইতির পথে? বিশেষজ্ঞরা বলছেন...
আখতার আরও বলেন, 'আমি লাহোরে এসে দাঁড়িয়েছিলাম। হাজী জেনারেল আমার কাছে এসে বললেন আপনি এখানে কি করছেন? আমি বললাম যুদ্ধ শুরু হতে চলেছে। মরলে একই সঙ্গে মরবে। সবাইকে দেখবে। আমি দুই বার যুদ্ধ করতে গিয়েছিলাম।''
বন্ধুদের ডেকে অস্ত্র প্রস্তুত রাখতে বলেছিলেন
ভারতের সঙ্গে লড়াই করার জন্য, শোয়েব আখতার কাশ্মীরে বন্ধুদের ডেকে তাদের অস্ত্র প্রস্তুত রাখতে বলেছিলেন। তিনি বলেন, 'আমি কাশ্মীরের বন্ধুদের ডেকেছি, বলেছি যা কিছু (অস্ত্র) প্রস্তুত রাখতে। এরপর আমি চলে এসেছি। বাড়ি আসতেই আমার স্ত্রী হাত জোড় করে, আল্লাহর দোহাই দিয়ে বলল, আমি যেন না যাই। ভারত আক্রমণ করে অনেক ক্ষতি করে দিল।''
আরও পড়ুন: MCA-সংবিধানে সংশোধন, ভোটের অধিকার হারালেন সচিন-গাভাস্কর
আখতারের বায়োপিক
শোয়েব আখতারকে নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। নিজেই ট্যুইট করে এই কথা জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার। ছবির ট্রেলার ও পোস্টার তৈরি হয়ে গিয়েছে। আর সেটাই শেয়ার করে এই তথ্য জানান শোয়েব। বায়োপিকের নাম দেওয়া হয়েছে, 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস'। এই ছবির পরিচালক মহম্মদ ফরাজ কায়জার। ২০২৩ সালের ১৬ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।