India vs South Africa 2nd T20I: মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, কিছুক্ষণের জন্য বন্ধ ভারত-দঃআফ্রিকার ম্যাচ

রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ। ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচ বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য।

Advertisement
মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, কিছুক্ষণের জন্য বন্ধ ভারত-দঃআফ্রিকার ম্যাচমাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ (টুইটার)
হাইলাইটস
  • মাঠের মধ্যে সাপ
  • খানিকক্ষণ বন্ধ থাকল ম্যাচ

রবিবার দ্বিতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ। ভারত দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) ম্যাচ বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। সপ্তম ওভারের পরে মাঠে ঢুকে পড়ে সাপ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সাপকে উদ্ধার করেন মাঠ কর্মীরা। গুয়াহাটির বার্সাপাড়া ক্রিকেট স্টেডিয়াম তিন ম্যাচের টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে ভারতীয় দল (Team India)।

 

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ছয় ওভারে দারুণ মারকাটারি ব্যাটিং করেন দুই ভারতীয় ওপেনার কেএল রাহুল ও রোহিত শর্মা। আক্রমানত্মক ব্যাট করতে থাকেন দুই ব্যাটার। ষষ্ঠ ওভারেই ৫০ পেরিয়ে যায় ভারতীয় দল। ৫৭ রান করে ফেলে ভারতীয় দল। গোটা মাঠ জুড়ে দারুণ কিছু শট খেলতে থাকেন তাঁরা।

— Suby #ReleaseSanjivBhatt (@Subytweets) October 2, 2022

দ্বিতীয় ম্যাচ জিততে পারলে দারুণ রেকর্ড গড়ে ফেলবে রোহিত শর্মার ভারত। মাত্র ৩৭ বলে ৪৩ রানের দারুণ ইনিংস খেলে কেশব মহারাজের বলে আউট হন তিনি। সাতটা চার আর একটা ছক্কা মারেন তিনি। 

ভারত: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, আরশদীপ সিং

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রিলে রোসো, আইদান মার্করাম, ডেভিড মিলার, টি. স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিক নরসিয়া, লুঙ্গি এনগিডি

   

    

POST A COMMENT
Advertisement