scorecardresearch
 

Sourav Ganguly: ক্রিকেটে আবার দাদাগিরি! IPL-এ বড় পদ দিয়েই সৌরভের প্রত্যাবর্তন

বিসিসিআই-এর (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর পদে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০১৯ আইপিএল-এর পর এবারের আইপিএল-এ (IPL 2023) ফের ক্রিকেট ডিরেক্টর পদে এসেছেন সৌরভ। সেই বছরেও রিকি পন্টিং-এর সঙ্গে কাজ করেছিলেন সৌরভ।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • আইপিএল-এর দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে সৌরভ
  • কাজ করবেন পন্টিং-এর সঙ্গে

বিসিসিআই-এর (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর এবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ক্রিকেট ডিরেক্টর পদে এলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০১৯ আইপিএল-এর পর এবারের আইপিএল-এ (IPL 2023) ফের ক্রিকেট ডিরেক্টর পদে এসেছেন সৌরভ। সেই বছরেও রিকি পন্টিং-এর সঙ্গে কাজ করেছিলেন সৌরভ।

তবে তিনি শুধু আইপিএল নয়, সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, দুবাই ক্যাপিটালস দলেরও দেখভাল করবেন সৌরভ। পাশাপাশি প্রিটোরিয়া ক্যাপিটালসের দায়িত্বেও থাকছেন সৌরভ। ২০২২ সালের অক্টোবরে সৌরভের জায়গায় রজার বিনি বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন।    

আরও পড়ুন: ভারত VS শ্রীলঙ্কার প্রথম T20, কখন-কীভাবে ম্যাচ দেখা যাবে?

বিসিসিআই-এর সভাপতি হওয়ার আগে দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে ছিলেন সৌরভ। আবার সেই দায়িত্বে ফিরতে চলেছেন বাংলার মহারাজ। ২০১৯ সালে শেষবার দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে দেখা গিয়েছিল সৌরভকে। বিসিসিআই সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর সৌরভ জানিয়েছিলেন, 'আরও বড় কিছু কিছু করতে চাই। বলেছিলেন, কোনও কিছুই স্থায়ী নয়। শোনা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সভাপতি হিসেবে চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। যদিও সেই সুযোগ পাননি তিনি।

এই কয়েক বছরে দারুণ সময় কাটিয়েছেন বলে জানান সৌরভ। তিনি বলেন, "যে সময় আমি দেশের হয়ে খেলেছি, সেই সময়টাই আমার  সেরা সময় ছিল।  আমি এর পরে অনেক কিছু দেখেছি, আমি সিএবি-র সভাপতি হয়েছি, বিসিসিআই সভাপতি ছিলাম। আমি ভবিষ্যতে আরও বড় কিছু করর। তবে সেটা ১৫ বছরে আমার জীবনের সেরা দিন হবে।” 

আরও পড়ুন: অবসর নিচ্ছেন বাবর-রিজওয়ান? আফ্রিদির সিদ্ধান্তে বিতর্ক পাক ক্রিকেটে

সৌরভকে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তা তিনি নেননি। তিনি জানিয়েছিলেন, 'বিশ্বের সবচেয়ে ধনী সংস্থার নেতৃত্ব দেওয়ার পরে বোর্ডের সাব কমিটিতে তিনি থাকতে চান না। এরপর সিএবি সভাপতি হিসেবেও দাঁড়ানোর কথা ছিল সৌরভের শেষ মুহূর্তে সেখান থেকেও সরে দাঁড়ান সৌরভ। ক্রিকেট প্রশাসনের দায়িত্বে না থাকলেও ক্রিকেটের সঙ্গেই জড়িত রয়েছেন সৌরভ। ক্রিকেট ছাড়ার পরও নিজের প্রিয় খেলার প্রতি ভালবাসা অটুট রয়েছে সৌরভের।         

Advertisement

Advertisement