শনিবার হাসপাতালের কেবিনেই মা এর জম্মদিন পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। শারীরিক আসুস্থার কারণে ১ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি সৌরভের মা নিরূপা দেবী। জন্মদিন পালনের জায়গা যে হাসপাতাল নয়, তা ভালভাবেই জানেন সৌরভ। সেটাও জানিয়েছেন বাংলার মহারাজ।
তাও মা এর জন্মদিন পালন করেন তিনি। নিজের হাতে কেক কেটে খাইয়ে দেন তাঁর মাকে। সেই ভিডিও তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় দিলেও কিছুক্ষণ পরেই তা ডিলিটও করে ফেলেন। পরে যদিও হোয়াটসঅ্যাপ চ্যানেলে মা কে উইশ করে একটি ছবি পোস্ট করেন সৌরভ।
নিরুপা দেবী ৭৫এ পড়লেন। অ্য়ঞ্জিওগ্রাম হয়েছিল তাঁর। আরও একটি বড়ো খবর জানান চিকিৎসকরা সৌরভকে মা এর জন্মদিনে,হার্টে দুটো ব্লকেজ রয়েছে নিরূপা দেবীর। আগামি শনিবার বসবে স্টেন্ট। হিমোগ্লোবিন এর মাত্রা বেড়েছে। ক্রিয়েটিনিন রয়েছে নিয়ন্ত্রণে। অ্যাঞ্জিওপ্লাস্ট হবে কি না তা নিয়ে দ্বন্দ্ব ছিল। কারণ বয়সটাও একটা ফ্য়াক্টর।
প্রত্য়েক বছরই মা এর জন্মদিন পালন করেন সৌরভ। এ বছরও তাই করেন তিনি মা হাসপাতালে ভর্তি থাকার সত্ত্বেও। হাসপাতালে এই ভাবে জন্মদিন পালন করাতে কিছুটা অবাকই হন নিরুপা দেবী। তবে ছেলের এই অয়জনে খুশি হয়ে ওঠেন তিনি। ছিলেন সৌরভের ছোটোবেলার বন্ধু ও সতীর্থ ক্রিকেটার সঞ্জয় দাস।
সৌরভ নিজেও ২০২১ সালে হৃদরোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর স্টেন্ট বসেছিল। তাঁর মায়ের ক্ষেত্রে তেমনটা হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কারণ এক্ষেত্রে বয়স একটা বড় বাধা। ফলে চিকিৎসকরা গোটা ব্যাপারটা খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন। সৌরভের পাশাপাশি এর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তাঁকেও হাসপাতালে থাকতে হয়েছিল।
তবে এক্ষেত্রে যদিও ব্যাপারটা অন্যরকম। করোনার সময়ও দু'বার নিরূপাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এক বার ২০২১ সালের সেপ্টেম্বরে। দ্বিতীয় বার ২০২২ সালের জুলাই মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় অক্সিজেনও দিতে হয় তাঁকে। সে সময়ই জানা গিয়েছিল, হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে তাঁর। পাশাপাশি, নার্ভের সমস্যা, ডায়বেটিস, থাইরয়েডের সমস্যা রয়েছে।