ইংলিশ প্রিমিয়ার লিগকে বিশ্বের অন্যতম ধনী লিগ বলে ধরা হয়। তবে এবার সেই প্রিমিয়ার লিগকেও (EPL) হারাতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। এমনটাই দাবি করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মহম্মদ সালার মত নামি দামি ফুটবল তারকারা সেই ইপিএল-কেই নাকি হারিয়ে দিচ্ছে আইপিএল। ফের ইংরেজদের বিরুদ্ধে জিততে চলেছে ভারত।
এক অনুষ্ঠানে এসে সৌরভ বলেন, ''আইপিএল প্রিমিয়ার লিগের চেয়ে বেশি আয় করে, তাই এটি এখন বিশ্বের বৃহত্তম ক্রীড়া ইভেন্ট হিসাবে এগিয়ে চলেছে। আইপিএল দেশের মানুষের দ্বারা পরিচালিত হয়। যে খেলাটা এতদিন ধরে এত ভালবেসে এসেছি। তা এই জায়গায় পৌঁছে যাওয়ায় দারুণ লাগছে। গর্ব বোধ করছি।''
প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মিডিয়া স্বত্ব নিলামে উঠছে মুম্বইয়ে। এই নিলাম ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য অনুষ্ঠিত হচ্ছে এবং বিসিসিআই এখান থেকে প্রচুর টাকা আয়ের আশা করছে। এই মুহূর্তে আইপিএল-এর মিডিয়া স্বত্ব ডিজনি-স্টারের কাছে, এই চুক্তিটি আইপিএল 2022-এর পরেই শেষ হয়েছে।
মিডিয়া রাইটস নিলামে কারা জড়িত?
বিসিসিআই এবার আইপিএল মিডিয়া রাইটসের ভিত্তিমূল্য নির্ধারণ করেছে ৩২,০০০ কোটি টাকারও বেশি। যার জন্য মুখিয়ে আছে বিনোদন জগতের অনেক প্রতিষ্ঠান। মুম্বইতে রবিবার অনুষ্ঠিত নিলামে রিলায়েন্সের ভায়াকম-18, জি, সনি, স্টার-ডিজনি প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে, অ্যামাজনও মিডিয়া রাইটসের দৌড়ে ছিল, তবে মাত্র কয়েক দিন আগে, অ্যামাজন নিলাম থেকে নাম প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন: IPL কোন চ্যানেল দেখাবে? মিডিয়া রাইটস নিলাম পেরোতে পারে ৫০ হাজার কোটি
খবরে বলা হয়েছে, আইপিএল মিডিয়ার রাইটসের নিলাম পুরোদমে চলছে। এখন পর্যন্ত দাম ৪২ হাজার কোটি ছাড়িয়েছে এবং ৫০ হাজার কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই টাকার পরিমান আগের রাইটস নিলামের তিনগুণ। এটি লক্ষণীয় যে মাত্র দুটি প্যাকেজের জন্য ৪২,০০০ কোটি টাকা বিড করা হয়েছে। এর মধ্যে রয়েছে টিভি রাইটস এবং ডিজিটাল রাইটস, মোট মিডিয়া রাইটসের পরিমাণ বেশ বেশি হতে পারে।