scorecardresearch
 

Sourav Ganguly Mohammedan Sporting: ইস্টবেঙ্গলের পর মহমেডানেও বিনিয়োগ শ্রাচী স্পোর্টসের, সৌরভের সৌজন্যে ISL-এ কলকাতার ক্লাব

আইএসএল (ISL 2025) খেলা নিয়ে স্বস্তি পেলেন মহমেডান (Mohammedan Sporting) সমর্থকরা। এবারে তাদের ইনভেস্টের 'শ্রাচী' গ্রুপ। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু'বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহমেডানের সঙ্গে 'মউ' স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের (Shrachi Group) কর্ণধার রাহুল টোডি (Rahul Todi)। এদিন নিজেদের তাঁবুতে এই 'মউ' স্বাক্ষরিত হওয়ার পর মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, 'অবশ্যই আমাদের জন্য ভাল খবর। এবার আইএসএল খেলতে আর কোনও অসুবিধা রইল না।' তবে এই মৌ চুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

Advertisement
মহমেডান কর্তাদের সঙ্গে রাহুল টোডি মহমেডান কর্তাদের সঙ্গে রাহুল টোডি

আইএসএল (ISL 2025) খেলা নিয়ে স্বস্তি পেলেন মহমেডান (Mohammedan Sporting) সমর্থকরা। এবারে তাদের ইনভেস্টের 'শ্রাচী' গ্রুপ। ৩০.৫ শতাংশ শেয়ার নিয়ে দু'বছরে ৩৫ কোটি টাকা দেওয়ার জন্য মহমেডানের সঙ্গে 'মউ' স্বাক্ষর করেছেন শ্রাচী স্পোর্টসের (Shrachi Group) কর্ণধার রাহুল টোডি (Rahul Todi)। এদিন নিজেদের তাঁবুতে এই 'মউ' স্বাক্ষরিত হওয়ার পর মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, 'অবশ্যই আমাদের জন্য ভাল খবর। এবার আইএসএল খেলতে আর কোনও অসুবিধা রইল না।' তবে এই মৌ চুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।

সঠিক সময় ইনভেস্টর না পাওয়ায় আইএসএল খেলার সুযোগ আসার পরেও তা নিয়ে রীতিমতো টেনশনের আবহ তৈরি হয়েছিল সাদা-কালো সমর্থকদের মধ্যে। বিভিন্ন ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরেও আর্থিক সমস্যাতেই বলা যাচ্ছিল না, তাঁদের পাওয়া যাবে। এতদিন পর্যন্ত ইনভেস্টর হিসেবে মহমেডানকে আর্থিক সাহায্য করে আসছিল বাঙ্কারহিল গ্রুপ। কিন্তু আইএসএল খেলার জন্য সেই মহমেডান আর শ্রাচীর সই-পর্ব।


অর্থ যথেষ্ট ছিল না। সেই কারণেই খোদ বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং নিজেই ইনভেস্টর খুঁজতে শুরু করে দেন। ইনভেস্টরের জন্য চেষ্টা চালাচ্ছিলেন মহমেডান কর্তারাও। অবশেষে পাওয়া গেল 'শ্রাচী স্পোর্টস'-কে। যে সংস্থা কিছুদিন আগে আইএফএ-র সঙ্গে যুক্ত হয়েছে কমার্শিয়াল পার্টনার হিসেবে। আর 'শ্রাচী স্পোর্টস'-এর কর্ণধার রাহুল টোডি নিজেই ইস্টবেঙ্গল ক্লাবের সহসভাপতি।

আরও পড়ুন

মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববির সঙ্গে শ্রাচী স্পোর্টসের বেশ কিছুদিন ধরে আলোচনার মধ্যেই পুরো বিষয়টির মধ্যে ঢোকেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনিও শ্রাচী কর্ণধারকে অনুরোধ করেন মহমেডানের ইনভেস্টর হিসেবে যোগ দেওয়ার জন্য। তারপরই বৃহস্পতিবার রাতে মহমেডান তাঁবুতে আলোচনায় বসে ত্রিপাক্ষিক 'মউ' স্বাক্ষর করেন মহমেডান সভাপতি আমিরুদ্দিন ববি, বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিং এবং শ্রাচী কর্তা রাহুল টোডি।

Advertisement

এতদিন মোট শেয়ারের ৬১ শতাংশ ছিল বাঙ্কারহিলের কাছে। ৩৯ শতাংশ ছিল মহমেডানের কাছে। এদিন আলোচনায় ঠিক হয়, মহমেডান ক্লাব তাদের ৩৯ শতাংশ শেয়ার ধরে রাখবে। সেক্ষেত্রে ভাগ হবে বাঙ্কারহিলের শেয়ার। এদিন আলোচনার পর বাঙ্কারহিল কর্তৃপক্ষ ৩০.৫ শতাংশ শেয়ার দিয়ে দেয় শ্রাচী গ্রুপকে। নিজেদের কাছে রাখে বাকি ৩০.৫ শতাংশ শেয়ার। চুক্তিমতো এরজন্য দু'বছরে ৩৫ কোটি টাকা দেবে শ্রাচী স্পোর্টস। ক্লাবের সঙ্গে 'মউ' স্বাক্ষরের পর রাহুল টোডি বললেন, 'শ্রাচী স্পোর্টস সবরকম খেলায় ইনভেস্ট করছে। আমরা সবরকম খেলাকেই সাহায্য করতে চাই। তাছাড়া বাংলার আরও একটি ক্লাব আইএসএল খেলবে। মহমেডানের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য মনে হয়েছে।'

রাহুল টোডি ইস্টবেঙ্গলের সহ সভাপতি। এবার মহমেডানের ইনভেস্টর। নিয়মের ক্ষেত্রে কোনও অসুবিধা হতে পারে কি না জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, 'আমি ইস্টবেঙ্গলের ক্রিকেটের দায়িত্বে। ফুটবল নিয়েছে অন্য সংস্থা। ফলে আমার কোনও সমস্যা হওয়ার কথা নয়।'

Advertisement