scorecardresearch
 

Sourav Ganguly, Mamata Banerjee: নবান্নে মমতা-সৌরভ বৈঠক, ইডেন ম্যাচ নিয়ে আলোচনা?

ইতিমধ্যেই প্লে অফের ম্যাচে ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখতে এসেছিলেন বিসিসিআই-এর প্রতিনিধিরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করেন তাঁরা। অভিষেক জানান, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআইও। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন সৌরভ। পাশাপাশি তাঁকে ইডেনে আমন্ত্রণ জানাতে পারেন বিসিসিআই কর্তা।

Advertisement
সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায় ও মমতা বন্দোপাধ্যায়
হাইলাইটস
  • বৃহস্পতিবার মমতার সঙ্গে দেখা করবেন সৌরভ
  • ইডেনে ম্যাচ নিয়ে আলোচনা হতে পারে

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি। মনে করা হচ্ছে, আইপিএল-এর প্লে অফের ম্যাচ ইডেনে অনুষ্ঠিত করার ব্যাপারে কথা বলতে পারেন বোর্ড প্রেসিডেন্ট। ইডেনে দুই বছর পর ফিরতে চলেছে আইপিএল। ২৪ মে প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ইডেনে। পরের দিন অর্থাৎ ২৫ মে হবে এলিমেনেটর। এই দুই ম্যাচেই ইডেনে ১০০ শতাংশ দর্শক ঢোকাতে চাইছে বোর্ড। কোভিড পরিস্থিতি এখন অনেকটা ভাল হলেও গোটা ইডেন ভরতে হলে রাজ্য সরকারের অনুমোদন দরকার। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন সৌরভ।

ইতিমধ্যেই প্লে অফের ম্যাচে ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখতে এসেছিলেন বিসিসিআই-এর প্রতিনিধিরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করেন তাঁরা। অভিষেক জানান, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ফের চোখ রাঙাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআইও। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাইছেন সৌরভ। পাশাপাশি তাঁকে ইডেনে আমন্ত্রণ জানাতে পারেন বিসিসিআই কর্তা।

আরও পড়ুন: মাটন কষা-চিংড়ি মালাইকারি... অরুণ-বুলবুলে বিয়ের মেনু রইল

আরও পড়ুন: ম্যাক্সওয়েলের বিয়ের পার্টিতে বিরাটের সে কী নাচ! পুষ্পা ডান্স VIRAL

করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছে বিসিসিআই। সেই কারণেই ধাপে ধাপে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে তাঁরা। তবে এখনই বায়োবাবল সরানোর কথা ভাবছে না তারা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বায়োবাবল রাখা হবে কি না তা নিয়ে চিন্তা ভাবনা করছেন বোর্ডের কর্তারা।   

Advertisement

      

Advertisement