শহরের এক বেসরকারি হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপা গঙ্গোপাধ্যায়। জ্বর থাকায় তাঁর করোনা পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট পজিটিভ হওয়ায় চিন্তা কিছুটা বেড়েছে। শ্বাস নিতে কিছু সমস্যা থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই সমস্ত ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইংল্যান্ড থেকে শুক্রবারই শহরে ফিরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
আগেও একবার কোভিড আক্রান্ত হয়েছিলেন সৌরভের মা। সেই সময়ও হাল্কা জ্বর ও শ্বাস কষ্টের সমস্যা ছিল তাঁর। সেই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। ফের একবার করোনায় আক্রান্ত হলেন তিনি। সোমবার রাতেই অসুস্থতা অনুভব করেন তিনি। সেই সময় ডাক্তারের পরামর্শ নেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালেই হাসপাতালে ভর্তি করা হয় সৌরভের মাকে।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ওয়ার্নের 'বল অফ সেঞ্চুরি' মনে করালেন পাক স্পিনার, VIDEO VIRAL
এর আগেও সৌরভের পরিবারের একাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সৌরভেরও এর আগে একবার কোভিড হয়েছিল। ডায়বেটিস রয়েছে নিরুপা গঙ্গোপাধ্যায়ের। আর সেই কারণেই ঝুঁকি না নিয়ে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
আরও পড়ুন: বাংলার কোচ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে লক্ষ্মী-দিন্দা
সম্প্রতি করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। সোমবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় ১,৪৪৯ জন আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘন্টায় ২,৬৫১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,৭২,৩০৭। সোমবার ছয় জনের মৃত্যু হয়েছে। মোট রাজ্যে মৃত্যু হয়েছে ২১,২৮২ জনের। গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার বেড়েছে ১৬.৯ শতাংশ। মোট ৮,৫৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। রবিবার যদিও সংক্রমণের হার কিছুটা কমেছিল।