
সৌরভ গঙ্গোপাধ্যায়২৮ আগস্ট এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (India vs Pakistan)। সেই ম্যাচ নিয়ে উত্তাপ ছড়াচ্ছে স্বাভাবিক ভাবেই। গত বছর টি২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। স্বাধীনতা দিবসের দিনেই সেই ম্যাচের ব্যাপারে মুখ খুললেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যদিও এই ম্যাচকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ সৌরভ। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ''এটা একেবারেই অন্য সাধারণ ম্যাচের মত। আমি এটাকে এশিয়া কাপ হিসেবে দেখছি। এটা ভারত-পাকিস্তান সিরিজ নয়। আমি সবসময় যে কোনও টুর্নামেন্ট জেতার দিকেই মন দিয়েছি।'' এশিয়া কাপে ভাল খেলবে ভারতীয় দল। এমনটাই মনে করেন সৌরভ।
বড় ম্যাচের আগে রোহিতদের উপর থেকে চাপ সরাতেই কি আলাদা ভাবে এই ম্যাচকে গুরুত্ব দিতে চাইছেন না বোর্ড সভাপতি? সেটা যদিও খোলসা করেননি সৌরভ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক খুব ভাল ভাবেই জানেন কতটা কঠিন হয় এই ম্যাচ। কতটা চাপে থাকে দল। শেষ সাক্ষাতে ১০ উইকেটে হার তাও আবার টি২০ বিশ্বকাপের মঞ্চে। যার ক্ষত আজও দগদগে। এশিয়া কাপে তার বদলা নিতে চাইবেন রোহিতরা। সেটা আর বোলার অপেক্ষা রাখে না। তবুও আলাদা করে টিম ইন্ডিয়াকে চাপে ফেলতে নারাজ সৌরভ।
আরও পড়ুন: 'ম্যায় পাল দো পাল কা শায়ার হুঁ...', এই দিনেই অবসর নিয়েছিলেন ধোনি
ফর্মে ফিরবে বিরাট
এশিয়া কাপেই বিরাট নিজেদের ফর্ম ফিরে পেতে পারেন। এমনটাই মনে করেন সৌরভ। কীভাবে ফর্মে ফিরতে পারেন বিরাট, সেটাও জানালেন সৌরভ। তিনি বলেন, ''ওকে অনুশীলন করতে হবে, ম্যাচ খেলতে হবে। ও একজন বড় খেলোয়াড়। প্রচুর রান করেছেন। আমি আশাবাদী যে ও ফর্মে ফিরে আসবে। শুধু সেঞ্চুরি করতে পারছে না এই যা। আমি বিশ্বাস করি, এশিয়া কাপে সে তার ফর্ম ফিরে পাবে।”

আরও পড়ুন: সচিনকে না কি চিনতেন না, আজব দাবি শোয়েব আখতারের
কভার ড্রাইভ মারতে পারবেন সৌরভ?
১৬ সেপ্টেম্বর ইডেন গার্ডেন্সে লিজেন্ডস ক্রিকেট ম্যাচে দেখা যাবে সৌরভকে। বিসিসিআই সভাপতি, ইয়ন মর্গ্যানের বিশ্ব একাদশের বিপক্ষে তিনি ফের অধিনায়কত্ব করবেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, এই বিশেষ ম্যাচে তাঁর ট্রেডমার্ক ছক্কা বা কভার ড্রাইভ দেখতে পাওয়া যাবে কি না। সৌরভ এই প্রশ্ন শুনে হেসে ফেলেন। তিনি বলেন, '' দীর্ঘ সময় ধরে আমি মাঠের বাইরে। ফলে, আমি জানি না একটাও বল ব্যাটে লাগাতে পারব কি না। তবে মাঠে ফিরতে পেরে খুব ভাল লাগছে।'' তিনি আরও বলেন, ''আমি জানি না এই ম্যাচে কী হবে। আমি চাইব আগের মতোই কভার ড্রাইভ খেলতে। আমি চাইব ব্যাটে ভালোভাবে বল লাগাতে। আমি শুধু একটাই ম্যাচ খেলব। খেলাটা উপভোগ করব।"