scorecardresearch
 

Sourav Ganguly in BCCI: BCCI-তে মেয়াদ বাড়বে সৌরভ-শাহের? সুপ্রিম কোর্টে বোর্ড

তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের তরফে বিসিসিআইকে এর অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এনভি. রামনা, বিচারপতি কৃষ্ণা মুরারি, বিচারপতি হিমা কোহলির বেঞ্চের সামনে বিসিসিআইকে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। হরিশ সালভেকে দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং নামী আইনজীবীদের মধ্যে একজন।

Advertisement
জয় শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল চিত্র) জয় শাহ ও সৌরভ গঙ্গোপাধ্যায় (ফাইল চিত্র)
হাইলাইটস
  • মেয়াদ বাড়তে পারে সৌরভ-শাহের
  • সুপ্রিম কোর্টে বোর্ড

সুপ্রিম কোর্টে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) দায়ের করা আপিলের শুনানি হবে বুধবার। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সেক্রেটারি জয় শাহ সহ অন্যান্য আধিকারিকদের মেয়াদ সংক্রান্ত নিয়ম পরিবর্তনের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে বিসিসিআই। এই মামলায় সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে ভার্চুয়াল মাধ্যমে বোর্ডের পক্ষে সওয়াল করবেন।

তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের তরফে বিসিসিআইকে এর অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি এনভি. রামনা, বিচারপতি কৃষ্ণা মুরারি, বিচারপতি হিমা কোহলির বেঞ্চের সামনে বিসিসিআইকে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। হরিশ সালভেকে দেশের সবচেয়ে অভিজ্ঞ এবং নামী আইনজীবীদের মধ্যে একজন।

আরও পড়ুন: বাংলার কোচ কে হচ্ছেন? দৌড়ে এগিয়ে লক্ষ্মী-দিন্দা

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহের মেয়াদ শেষ হতে চলেছে। তবে তার আগে বোর্ড কুলিং অফ পিরিয়ড বাড়ানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছে। এ জন্য নিয়মে কিছু পরিবর্তন আনতে হবে, যা সুপ্রিম কোর্টের অনুমতি পেলেই করা যাবে।

আরও পড়ুন: অবিশ্বাস্য! ওয়ার্নের 'বল অফ সেঞ্চুরি' মনে করালেন পাক স্পিনার, VIDEO VIRAL

বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির জন্য বোর্ডের পক্ষ থেকে গত সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি আপিল করা হয়েছিল, যা আদালত মেনে নিয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, যদি কোনো কর্মকর্তা পরপর ৬ বছর বিসিসিআইতে কোনো পদে থাকেন, তাহলে ৩ বছরের কুলিং অফ পিরিয়ড থাকবে।

 

অর্থাৎ এই তিন বছর তিনি কোনো পদে থাকবেন না, বোর্ড এই নিয়মের পরিবর্তন করতে চায়। এর বাইরে বিসিসিআই-এর গঠনতন্ত্রেও কিছু পরিবর্তন করার অনুমতি চাওয়া হয়েছে। বিসিসিআই-এর সভাপতি হওয়ার আগে, সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট ছিলেন। অন্যদিকে সেক্রেটারি হওয়ার আগে, জয় শাহ গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা ছিলেন।

Advertisement

Advertisement