Sports Calendar 2026: ২০২৬-এ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ, রয়েছে কমনওয়েলথও; দেখুন সূচি

২০২৬ খেলাধুলোর ক্ষেত্রে ব্লকব্লাস্টার হতে চলেছে। ক্রিকেটে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) যেমন রয়েছে। তেমনই ৪৮ দলের ফিফা বিশ্বকাপও (FIFA World Cup 2026) অনুষ্ঠিত হবে। পাশাপাশি এ বছরেই গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026)। ফলে একের পর এক স্পোর্টস ইভেন্টে ভরা গোটা বছর। দেখে নেওয়া যাক ২০২৬-এ কোন কোন স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisement
২০২৬-এ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ, রয়েছে কমনওয়েলথও; দেখুন সূচিখেলা

২০২৬ খেলাধুলোর ক্ষেত্রে ব্লকব্লাস্টার হতে চলেছে। ক্রিকেটে টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) যেমন রয়েছে। তেমনই ৪৮ দলের ফিফা বিশ্বকাপও (FIFA World Cup 2026) অনুষ্ঠিত হবে। পাশাপাশি এ বছরেই গ্লাসগোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2026)। ফলে একের পর এক স্পোর্টস ইভেন্টে ভরা গোটা বছর। দেখে নেওয়া যাক ২০২৬-এ কোন কোন স্পোর্টস ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে।

ফিফা বিশ্বকাপ
২০২৬ সালে পুরুষদের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তিনটি দেশে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই বিশ্বকাপ। এবারের ফিফা বিশ্বকাপ খুব স্পেশাল। কারণ, এবারে ৩২ নয়, খেলবে ৪৮টি দেশ। যা ফিফা বিশ্বকাপের ইতিহাসে এর আগে হয়নি। ২০২৬ সালের বিশ্বকাপ ১১ জুন শুরু হবে, যা ১৯ জুলাই পর্যন্ত চলবে। অর্থাৎ এক মাসেরও বেশি সময় ধরে চলবে এবারের বিশ্বকাপ।

আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা, যা জুন থেকে জুলাই পর্যন্ত চলবে। এবার আয়োজক ইংল্যান্ড। ২০২৫-এ ওয়ানডে বিশ্বকাপ জেতায় ভারতের মহিলা দলের উপর প্রত্যাশা অনেকটাই বেশি থাকবে। ফলে ফিফা বিশ্বকাপের পাশাপাশি ভারতীয়দের চোখ থাকবে মহিলাদের বিশ্বকাপের দিকেও।

  

কমনওয়েলথ গেমস
২০২৬ সালে, স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের আয়োজন করা হবে ২৩ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে। বিশ্বের সমস্ত কমনওয়েলথ দেশগুলি এই প্রতিযোগিতায় অংশ নেয়। ২০২৮-এর অলিম্পিক্সের (Olympics 2028) আগে দলগুলি এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসেবে দেখে। যদিও বিগত বছরগুলির তুলনায় এবারের কমনওয়েলথ গেমস কিছুটা ছোট। তবুও এই প্রতিযোগিতার দিকে সকল ভারতবাসীর নজর থাকবে। কারণ, ক্রিকেট-ফুটবলের বাইরে অন্যান্য খেলার প্রতি সাধারণ ক্রীড়াপ্রেমীদের ঝোঁক ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অলিম্পিক্সের ২ বছর আগে এই টুর্নামেন্টে কোন কোন ক্রীড়াবিদ ভাল পারফর্ম করেন সেদিকে আগ্রহ থাকবে ক্রীড়া প্রেমীদের। 

Advertisement

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের উপর আলাদাই প্রত্যাশা থাকবে। কারণ গতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আর এবার টি২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অবধি চলবে। ২০টি দল এবারের টি২০ বিশ্বকাপে অংশ নেবে। প্রতিটি দলই ইতিমধ্যে এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

POST A COMMENT
Advertisement