scorecardresearch
 

Rape Charges Against Sri Lankan Cricketer: T20 বিশ্বকাপে খেলতে গিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিখ্যাত ক্রিকেটার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকে। টি২০ বিশ্বকাপ চলাকালীন এই ঘটনায় শ্রীলঙ্কার ক্রিকেটারকে গ্রেফতার করল সিডনি পুলিশ।

Advertisement
 দানুশকা গুনাথিলাকে দানুশকা গুনাথিলাকে
হাইলাইটস
  • গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার
  • ধর্ষণের অভিযোগ তাঁর বিরুদ্ধে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকে (Rape Charges Against Danushka Gunathilaka)। টি২০ বিশ্বকাপ চলাকালীন এই ঘটনায় শ্রীলঙ্কার ক্রিকেটারকে গ্রেফতার করল সিডনি পুলিশ। শ্রীলঙ্কা ক্রিকেট (SLC) সূত্রেই এই তথ্য জানা গেছে। তারা  জানিয়েছে, দানুশকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩১ বছর বয়সী দানুশকাকে গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীলঙ্কা দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর সুপার-১২-এ জায়গা করে নিয়েছে। শনিবার (৫ নভেম্বর) ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ-১-এ শেষ ম্যাচ খেলেছেন তিনি। এই ম্যাচে দলের সঙ্গে ছিলেন দানুশকা। সেই ম্যাচে পরাজিত হয় শ্রীলঙ্কা। এই ম্যাচের পরেই দানুশকাকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন: দঃ আফ্রিকার বিদায়ে জমে গেল অঙ্ক, ফাইনালে ভারত-পাকিস্তান?

সুপার-১২-এ জায়গা করে নিলেও সেমিফাইনালে উঠতে পারেনি শ্রীলঙ্কা।  সেই কারণে শ্রীলঙ্কা দেশে ফিরে গিয়েছে। তবে দানুশকা দলের সঙ্গে নেই। কারণ তাঁকে গ্রেফতার করা হয়েছে। শ্রীলঙ্কা দলের সঙ্গেই টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন দানুশকা। কিন্তু চোটের কারণে মাঝপথেই টুর্নামেন্ট থেকে ছিটকে যান তিনি। এরপর তার জায়গায় দলে নেওয়া হয় আশেন বান্দারাকে। 

আরও পড়ুন: অঘটন! ডাচদের বিরুদ্ধে হেরে বিদায় দঃ আফ্রিকার, সেমি ফাইনালে পাকিস্তান?

একটা ম্যাচ খেলেছেন দানুশকা

শ্রীলঙ্কা সুপার-১২-এ পাঁচটি ম্যাচ খেলেছে। যার মধ্যে মাত্র দু'টিতে জিতেছে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যায় এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে হেরে গিয়েছে। একই সঙ্গে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া দানুশকা এই টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন। বাছাই পর্বের ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছিলেন দানুশকা। সেই ম্যাচেও হারতে হয়েছিল শ্রীলঙ্কাকে। দুর্বল নামিবিয়ার বিরুদ্ধে ৫৫ রানে হেরে গিয়েছিল তারা। 

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাক, পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (ডব্লিউকে), চরিত আসলাঙ্কা, ভানুকা রাজাপাকসে (ডব্লিউকে), ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহিষ তেকশানা, জেফরি ভান্ডারসে, কুমার কুমারা, দানুশকা, কুমারথানা দুষ্মন্ত, বিনুরা ফার্নান্দো, প্রমোদ মদুশান। 

Advertisement

স্ট্যান্ডবাই : আশেন বান্দারা, প্রবীণ জয়বিক্রম, দিনেশ চান্দিমাল, বিনুরা ফার্নান্দো এবং নুয়ানিন্দু ফার্নান্দো।

 

Advertisement