Sunil Chhetri Retirement: সুনীলের বিদায়বেলা আসন্ন, ভারতীয় ফুটবলে তাঁর উত্তরসূরি নিয়েও মুখ খুললেন

ভারতীয় দলের (Indian Football Team) জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই ম্যাচে নামার আগে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ যে একেবারেই সহজ হবে না সেটা খুব ভালভাবেই জানেন সুনীল। তাই নিজের শেষ ম্যাচের আগে তা নিয়ে ভাবতে নারাজ সুনীল। তাঁর উত্তরসূরি কে তা নিয়েও মুখ খুলেছেন ছেত্রী।

Advertisement
সুনীলের বিদায়বেলা আসন্ন, ভারতীয় ফুটবলে তাঁর উত্তরসূরি নিয়েও মুখ খুললেনSunil Chhetri

ভারতীয় দলের (Indian Football Team) জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই ম্যাচে নামার আগে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ যে একেবারেই সহজ হবে না সেটা খুব ভালভাবেই জানেন সুনীল। তাই নিজের শেষ ম্যাচের আগে তা নিয়ে ভাবতে নারাজ সুনীল। তাঁর উত্তরসূরি কে তা নিয়েও মুখ খুলেছেন ছেত্রী।

তবে শেষ ম্যাচের আগে নিজের পারফরম্যান্স নিয়ে ক্যাপ্টেন বলেন, 'শেষ ম্যাচে ইমোশন থাকবেই, আমি চাইছি সেটা ভুলে থাকতে। প্রানপণ চেষ্টা করছি। ম্যাচটা জিততে হবে। তা হলে সুযোগ থাকবে।' তিনি চলে যাওয়ার পরে কে হবেন ভারতীয় দলের প্রধান স্ট্রাইকার? তা নিয়ে সমর্থকদের মধ্যে টেনশন থাকলেও আশ্বস্ত করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। তিনি বলেন, 'আমাদের দলে প্রচুর নম্বর ৯ রয়েছে। সবচেয়ে বড় কথা হল, তারা সকলেই সকলের থেকে আলাদা। সেটাই আসলে দলের জন্য ভাল।' তিনি নাম করে বলেন কারা তাঁর জায়গায় খেলতে পারেন। তিনি বলেন, 'আমাদের দলে মনবীর সিং আছে, শিবাশক্তি আছে, ডেভিড এসেছে। সবার বৈচিত্র, খেলার ধরন এক নয়। এটাই কোচকে ও সুযোগ করে দেয়, বিভিন্ন ম্যাচে বিভিন্ন প্লেয়ার খেলানোর।'

এই ম্যাচ জিততে পারলে তৃতীয় রাউন্ডে চলে যাওয়ার সুযোগ থাকবে ভারতীয় দলের। তেমনটা হলে কি তিনি ফের অবসর ভেঙে যোগ দেবেন দলে? সুনীল বলেন, 'না আমি যে সিদ্ধান্ত নিয়েছি তাতেই স্থির রয়েছি। আমি সেরকম মানুষ নই যে মাঝেমধ্যেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসব। তাই সরে আসার কোনও মানেই নেই।' পাশাপাশি তিনি এও জানান, 'এই ম্যাচটা খেলার পর স্যুট পরে ভারতের ম্যাচে দেখতে আসব। যদি টিকিট পাই।'  বলেই হাসতে থাকেন তিনি। 

পাশাপাশি অবসর নিয়ে তিনি আরও বলেন, 'এটাই সময় আমার ছেড়ে দেওয়ার। ২০ বছরে অনেক করেছি। যা যা পারতাম তা সব করেছি। কুয়েত দলে বেশ কয়েকজন নিয়মিত ফুটবলার নেই। তাতে কি ভারতীয় দলের সুবিধা হবে? ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেন, 'ওরা দারুণ দল। অনেক ফুটবলারের ব্যক্তিগত দক্ষতা রয়েছে। ফলে এটা নিয়ে ভাবার কোনও কারণ নেই।' তিনি আরও বলেন, ' শেষ বাঁশি বাজা পর্যন্ত আমাদের পাশে থাকবেন। শেষ অবধি নিংড়ে দেব।'        

Advertisement

POST A COMMENT
Advertisement