scorecardresearch
 

Sunil Chhetri Retirement: 'ওর উপর চাপ পড়ে যাচ্ছিল...' সুনীলের অবসর ঘোষণায় bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া সুব্রতর

অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ভারত-কুয়েত (India vs Kuwait) ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিলেন তাঁর শ্বশুর সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। তিনি যদিও সুনীলের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। 

Advertisement
সুব্রত ভট্টাচার্য ও সুনীল ছেত্রী সুব্রত ভট্টাচার্য ও সুনীল ছেত্রী

অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ৬ জুন কলকাতায় অনুষ্ঠিত হতে চলা ভারত-কুয়েত (India vs Kuwait) ম্যাচের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ঘোষণা করলেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া দিলেন তাঁর শ্বশুর সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। তিনি যদিও সুনীলের এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন। 

সুনীলের অবসর প্রসঙ্গে সুব্রত বলেন, 'সঠিক সিদ্ধান্ত নিয়েছে। যথেষ্ট ভাল খেলেছে এতদিন ধরে। ঠিকই আছে। ও তো ইন্টারন্যাশানাল ম্যাচ থেকে অবসর নিচ্ছে, ফুটবল থেকে তো নয়। ও নামের সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে খেলেছে।' পাশাপাশি সুব্রত জানান, মূলত নতুন ফুটবলারদের উঠে আসার সুযোগ দিতেই এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। সুব্রত আরও বলেন, 'ও এখন নতুন জুনিয়র প্লেয়ারদের জায়গা করে দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছে। ক্লাবের হয়ে খেলবে। একদম ঠিক সিদ্ধান্ত।' 

বিয়ের দিন সুনীল ও সোনম
সুনীল ও সোনম

পাশাপাশি ময়দানের পোড় খাওয়া ডিফেন্ডার সুব্রত জানান, চাপে পড়ে যাচ্ছিলেন সুনীল। সেই কারণেই এই অবসরের সিদ্ধান্ত। তিনি বলেন, 'ও চাপে পড়ে যাচ্ছিল, একই সঙ্গে ক্লাব আবার ইন্টারন্যাশানাল ফুটবল খেলা বেশ চাপের। ও ঠিক সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে।' ৬ জুন কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দেখতে কি আসবেন সুব্রত? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিমানী এই কিংবদন্তি। সুব্রত বলেন, 'আমাকে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে। যদি পাই তা হলে যাব।' সুব্রত ভট্টাচার্যকে টিকিট কাটার লাইনে দাঁড়াতে হবে? সুব্রত ভট্টাচার্য যদিও বলেন, 'দেখা যাক আইএফএ যদি টিকিট দেয় তা হলে অবশ্যই যাব। এই বয়সে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা তো সম্ভব নয়।'

আরও পড়ুন

সুনীল ও সোনম
সুনীল ও সোনম

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া এক্স (ট্যুইটারে) আন্তর্জাতিক কেরিয়ার থেকে অবসরের কথা ঘোষণা করেন সুনীল। বিশ্বকাপ যোগ্যতা নির্ণয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে ৬ জুনের ম্যাচ জিততেই হবে ভারতীয় দলকে। সে কথাও ভিডিওতে জানান তিনি। সুনীল এও জানান, তাঁর অবসরের কথা জানতে পেরে কেঁদে ফেলেছিলেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য ও তাঁর মা।            

Advertisement

Advertisement