scorecardresearch
 

Sunil Gavaskar on Virat Kohli: 'বসে বসে ফর্ম ফেরে না,' বিরাটকে বার্তা গাভাস্কারের

বিরাট কোহলির ব্যাট দিয়ে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেটেও খারাপ ফর্ম চলছে তাঁর। কিন্তু সবাই আশা করেছিল যে আইপিএল ২০২২-এ তিনি ফর্ম ফিরে পাবেন, কিন্তু এখানেও ব্যর্থ বিরাট। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত ১২ ম্যাচে ২১৬ রান করেছেন তিনি, গড় ২০ -এর নিচে। বিরাট কোহলি একটি অর্ধ শতরান করলেও, তিনবার আউট হয়েছেন শূন্য রানে।

Advertisement
সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি
হাইলাইটস
  • বিরাটকে পরামর্শ গাভাস্কারের
  • কবে চেনা ছন্দে ফিরবেন বিরাট?

দীর্ঘদিন ধরেই ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। জাতীয় দল তো বটেই আইপিএল-এও চেনা ছন্দে দেখা যাচ্ছে না কিং কোহলিকে। এই নিয়ে চিন্তিত বিসিসিআইও (BCCI)। তাঁকে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে পাঠানোর কথাও ভাবছে বোর্ড। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী যদিও পরামর্শ দিয়েছিলেন, আইপিএল থেকে বেরিয়ে কিছুদিন বিশ্রাম নিন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে সেই পরামর্শ মানেননি বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা চালিয়ে যেতে থাকেন তিনি।

প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার যদিও মনে করেন, বিরাট কোহলিকে বিরতি দেওয়ার অর্থ হল তিনি টিম ইন্ডিয়ার ম্যাচ খেলতে পারবেন না। সুনীল গাভাস্কার জানান, টিম ইন্ডিয়ার হয়ে খেলা, বিরাটের কাছে অগ্রাধিকার হওয়া উচিত। গাভাস্কার বলেন, ''না খেললে ফর্মে ফিরে আসবে কী করে। শুধু ড্রেসিংরুমে বসে থাকলে ফর্ম ফিরবে না, তার জন্য খেলতে হবে।'' 

বিরাট কোহলির ব্যাট দিয়ে শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে ২০১৯ সালে। আন্তর্জাতিক ক্রিকেটেও খারাপ ফর্ম চলছে তাঁর। কিন্তু সবাই আশা করেছিল যে আইপিএল ২০২২-এ তিনি ফর্ম ফিরে পাবেন, কিন্তু এখানেও ব্যর্থ বিরাট। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত ১২ ম্যাচে ২১৬ রান করেছেন তিনি, গড় ২০ -এর নিচে। বিরাট কোহলি একটি অর্ধ শতরান করলেও, তিনবার আউট হয়েছেন শূন্য রানে।

আরও পড়ুন:  দঃ আফ্রিকা সিরিজে দল থেকে বাদ বিরাট?

আরও পড়ুন: মুম্বইকে হারিয়ে, প্লে অফের দিকে কতটা এগোল KKR? PHOTOS

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি ১৯২ রান করলেও গোল্ডেন ডাকে আউট হন বিরাট। অর্থাৎ প্রথম বলেই কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বিরাটের শূন্য রানে ফেরা নিয়ে গাভাস্কার বলেন, '' সামনে ভারতের অনেক খেলা রয়েছে। বিরাট হয়ত ওর সব রান টিম ইন্ডিয়ার জন্য তুলে রাখছে।'' স্টার স্পোর্টসের সেই অনুষ্ঠানে কিংবদন্তি ওপেনার আরও বলেন, ''প্রথম বলেই কেউ আউট হলে তা নিয়ে আলোচনা করার কিছু থাকে না। কিছু বল খেলার পর আউট হলে তার ফুটওয়ার্ক বা মনোঃসংযোগ নিয়ে আলোচনা করা যায়। এক্ষেত্রে তেমনটা করার সুযোগ নেই।''      
      

Advertisement

Advertisement