নারিন ও শ্রেয়াস আইয়ার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2022) মরশুম আজ (২৬ মার্চ) থেকে শুরু হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এবং গতবারের রানার্সআপ দল কলকাতা নাইট রাইডার্সের (KKR) মধ্যে। দুই দলই এই লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
ম্যাচের আগে শেভিং করতে দেখা গেল কলকাতা দলের নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। নাপিতের ভূমিকায় দলের তারকা অলরাউন্ডার সুনীল নারিন। শ্রেয়াস ইনস্টাগ্রাম স্টোরিতে এর ভিডিও শেয়ার করেছেন এবং নরেনকে দলের অফিসিয়াল রিয়েল নাপিত বলে ডেকেছেন।
শ্রেয়াস সুনীলকে পেশাদার নাপিত বলে বর্ণনা করেছেন
আসলে, ভিডিওতে ওয়েস্ট ইন্ডিজের তারকা খেলোয়াড় সুনীল নারিনকে (Sunil Narine) অধিনায়ক শ্রেয়াস আইয়ারের দাড়ি রাখতে দেখা যায়। তারা ট্রিমার (মেশিন) দিয়ে এ কাজ করছেন। এদিকে ভিডিওতে শ্রেয়াস আইয়ার বলেছেন- 'সুনীল আমাদের দলের আমার দলের পেশাদার নাপিত। এটি একটি আনুষ্ঠানিক ঘোষণা।'
শ্রেয়াসকে ১২.২৫ কোটি টাকায় কিনেছে কেকেআর (KKR)।
শ্রেয়াস আইয়ারকে গত মরশুমে পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে খেলতে দেখা গেছে। এবার দল থেকে নিজেকে আলাদা করাই ভালো ভেবে মেগা নিলামে যোগ দেন তিনি। এখানে কলকাতা ফ্র্যাঞ্চাইজি শ্রেয়াসকে ১২.২৫ কোটি টাকার বাজি ধরে তাকে দলে অন্তর্ভুক্ত করে। সেই সঙ্গে দলের নতুন অধিনায়কও করা হয়েছে।
আরও পড়ুন: রোহিতের উত্তরসূরী কে? IPL-এর আসরে উত্তর খুঁজবে BCCI
আরও পড়ুন: KKR vs CSK-র মহারণ, রেকর্ডে কারা এগিয়ে? একনজরে সব তথ্য
গত মরশুমে কেকেআরের অধিনায়কত্ব নিচ্ছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগান। একই সঙ্গে তারকা স্পিন অলরাউন্ডার সুনীল নারিনকে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই দলকে শক্তি দিতে দেখা যায়। কেকেআর দলের হয়েও ওপেন করেছেন তিনি।