scorecardresearch
 

T20 World Cup 2022 Group 2 Points Table: অনিশ্চিত সেমিফাইনাল, ভারতের পথ কঠিন করল দক্ষিণ আফ্রিকা

কেন ভারতের রাস্তা কণ্টকাকীর্ণ? রোহিতদের হাতে রয়েছে দুটি ম্যাচ। বুধবার প্রতিপক্ষ বাংলাদেশ। আর রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে তারা। এর একটি ম্যাচও ভারত হেরে গেলে শেষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। এমনকি ছিটকেও যেতে পারে। অন্তত সমীকরণ সেটাই বলছে। 

Advertisement
বিরাট কোহলি ও রোহিত শর্মা। বিরাট কোহলি ও রোহিত শর্মা।
হাইলাইটস
  • কেন ভারতের রাস্তা কণ্টকাকীর্ণ? রোহিতদের হাতে রয়েছে দুটি ম্যাচ।
  • বুধবার প্রতিপক্ষ বাংলাদেশ। আর রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে তারা।
  • এর একটি ম্যাচও ভারত হেরে গেলে শেষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে।

বিশ্বকাপের শুরুটা দারুণ করেছিলেন রোহিত শর্মারা। প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত দেওয়ার পর হেলায় উড়িয়ে দিয়েছিলেন নেদারল্যান্ডসকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফেভারিট ভাবা হচ্ছিল টিম ইন্ডিয়াকে। তবে হতাশ করেছেন রোহিত-কোহলিরা। ভারতের হারের পর গ্রুপ ২-র হিসেবনিকেশই বদলে গিয়েছে। এখন কার্যত 'ডু অর ডাই' স্যিচুয়েশন। সামান্য এদিক-ওদিক হলেই ছিটকে ভারত। শেষ চারে ওঠা হবে না।

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পর গ্রুপ ২-র চিত্র মোটামুটি এই রকম- ৫ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। নেট রানরেট +২.৭৭। দ্বিতীয়স্থানে ভারত ৩ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রানরেট +০.৮৪৪। তৃতীয়স্থানে  বাংলাদেশের সংগ্রহ ৪। তবে নেট রানরেটে তারা পিছিয়ে। এরপর ৩ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে জিম্বাবোয়ে। ৩ ম্যাচে ২ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে পাকিস্তান।

গ্রুপ ২-এর পয়েন্ট তালিকা।
গ্রুপ ২-এর পয়েন্ট তালিকা।

কেন ভারতের রাস্তা কণ্টকাকীর্ণ? রোহিতদের হাতে রয়েছে দুটি ম্যাচ। বুধবার প্রতিপক্ষ বাংলাদেশ। আর রবিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে তারা। এর একটি ম্যাচও ভারত হেরে গেলে শেষ চারে যাওয়ার পথ কঠিন হয়ে যাবে। এমনকি ছিটকেও যেতে পারে। অন্তত সমীকরণ সেটাই বলছে। 

বাংলাদেশ সহজ প্রতিপক্ষ নয়। টি-২০ ক্রিকেটে যে কোনওদিন জ্বলে উঠতে পারেন শাকিবরা। এর আগেও বড় টুর্নামেন্টে টাইগারদের সঙ্গে হারার মতো অবস্থায় পড়েছিল টিম ইন্ডিয়া। অন্যদিকে, জিম্বাবোয়ে সদ্য পাকিস্তানকে হারিয়েছে। নিজেদের দিনে তারাও কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের কাছে ভারত হারলে শাকিবদের পয়েন্ট হবে ৬। তার পর তারা শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলে সেমিফাইনাল নিশ্চিত। অন্যদিকে পাকিস্তান শেষ দুটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৬। ভারত কোনও একটা ম্যাচ হারলে পয়েন্ট সমান হয়ে যাবে। সেক্ষেত্রে রান রেট বিচার্য হয়ে উঠবে। কঠিন অঙ্কের ফ্যাসাদ থেকে বাঁচার উপায় একটাই- রোহিতদের দুই দলকেই হারাতে হবে। 

Advertisement

আরও পড়ুন- এবার সল্টলেকে বাঙালির তৈরি সংস্থা কিনছেন আদানি, পা রাখছেন IT-তে

 

Advertisement