অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন মহিলা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। গোটা দল ও সাপোর্ট স্টাফদের পাঁচ কোটি টাকা পুরস্কার দিতে চলেছে ভারতীয় বোর্ড। মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
টিম ইন্ডিয়ার জয়ের পর, বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য মোট পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ এ কথা ট্যুইট করে জানিয়েছেন। জয় শাহ টুইট করেছেন, 'ভারতে মহিলা ক্রিকেট দারুণ জায়গায় রয়েছে। বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে অনেক ওপরে তুলে ধরেছে। আমি পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছিল।'
Women’s Cricket in India is on the upswing and the World Cup triumph has taken the stature of women’s cricket several notches higher. I am delighted to announce INR 5 crore for the entire team and support staff as prize money. This is surely a path-breaking year.
প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, 'আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই স্পেশাল জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন। তাঁরা দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। তাঁদের এই সাফল্য অনেককে অনুপ্রাণিত করবে। দলের সদস্যদের প্রত্যেকের জন্য আগামীর শুভকামনা।'
দলকে অভিনন্দন জানিয়ে জয় শাহ আরও লিখেছেন, 'ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতার জন্য অভিনন্দন। এটা অভূতপূর্ব। কারণ আমাদের তরুণ ক্রিকেটাররা দেশকে গর্বিত করেছে।' জয় শাহ ১ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ দেখার জন্য ভারতীয় মহিলা দলকে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: 'ওরা ভাল খেললে গর্ব হয়...' ফাইনালের সেরা তিতাসের প্রশংসা শিবশঙ্করের
উত্ত্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিনন্দন জানিয়ে লিখেছেন, 'দেশের মেয়েরা আজ বিশ্বকাপ জিতেছে। পুরো দলকে আন্তরিক অভিনন্দন। দলের অদম্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রমে অর্জিত এই ঐতিহাসিক সাফল্য দেশ ও বিশ্বের মেধাবীদের জন্য অনুপ্রেরণা।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর লিখেছেন, 'আমাদের তরুণ চ্যাম্পিয়নদের অভিনন্দন! এটি আমাদের উদীয়মান খেলোয়াড়দের ক্যারিয়ারে অসংখ্য জয়ের সূচনা হোক! নারী ক্রিকেট এখন তুঙ্গে।
আরও পড়ুন লখনউতে স্পিনারদের দাপট, নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারাল টিম ইন্ডিয়া
ফাইনাল ম্যাচে, ভারতীয় দলকে জয়ের জন্য ৬৯ রান করতে হয়েছিল, যা তারা সহজেই ৩৮ বল বাকি থাকতে লক্ষ্য অর্জন করে। সৌম্য তিওয়ারি ২৪ রান করে অপরাজিত থাকেন। সেখানে জি. ত্রিশাও খেলেছেন ২৪ রানের ইনিংস। অধিনায়ক শেফালি ভার্মা ১৫ রান করে আউট হন।