ঘরের মাঠে টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল (Team India)। তিন ম্যাচের টি২০ সিরিজ খেলার পর তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার টি২০ সিরিজ।
টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) আগে তিন ম্যাচের এই সিরিজের সব ম্যাচই জিততে মরিয়া রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর বিশ্বকাপের আগেই এই সিরিজেও জয় তুলে নিজেদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিতে চাইবে ভারতীয় দল। এরপর ঘরের মাঠে আরও তিনটি একদিনের ম্যাচ খেলতে নামবে।
আরও পড়ুন: সৌরভের ৫০-পাড়ার ক্লাবের পুজোরও ৫০ বছর, অভিনব উদ্যোগের তোড়জোড়
টিম ইন্ডিয়া যদি দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ঘরের মাঠে হারাতে পারে, তবে দারুণ একটা রেকর্ড গড়ে ফেলবেন রোহিত শর্মারা। প্রথমবার ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে টি২০ সিরিজ হারাবে ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের রেকর্ড
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে। এই সিরিজগুলির মধ্যে প্রথমটি ২০১৫ সালে হয়েছিল, যেখানে ভারতীয় দল হেরে যায়। এর পরে আরও দু'টি সিরিজ অনুষ্ঠিত হলেও ভারত জিততে পারেনি একটাতেও।
আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারত VS পাকিস্তান যুদ্ধ, কেমন সাজছে MCG? PHOTOS
অক্টোবর ২০১৫, দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে ২-০ হারায়
সেপ্টেম্বর ২০১৯, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১-এ সমতায় ছিল
জুন ২০২২, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ অবস্থায় শেষ হয়।
ভারত ও আফ্রিকার মধ্যে মোট টি-টোয়েন্টি সিরিজের রেকর্ড
ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে মোট ৭টি সিরিজ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তিনটি সিরিজ জিতেছে ভারতীয় দল। যেখানে আফ্রিকান দল জিতেছে মাত্র দুটি সিরিজ। বাকি দুটি সিরিজ ড্র হয়েছে।
মোট সিরিজ: ৭
ভারত জিতেছে: ৩
আফ্রিকা জিতেছে: ২
ড্র: ২
আরও পড়ুন: বারবার ব্যর্থ, এই ওপেনারদের জায়গা আটকাচ্ছেন KL Rahul?
ভারত ও আফ্রিকার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ
প্রথম একদিনের ম্যাচ: ৬ অক্টোবর, লখনউ, দুপুর ১.৩০
দ্বিতীয় একদিনের ম্যাচ: ৯ অক্টোবর, রাঁচি, দুপুর ১.৩০
তৃতীয় একদিনের ম্যাচ: ১১ অক্টোবর, দিল্লি, দুপুর ১.৩০
টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত-আফ্রিকা স্কোয়াড
ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (ডব্লিউকে), দীনেশ কার্তিক (ডব্লিউকে), আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, শাহবাজ আহমেদ, আর্শদীপ সিং, উমেশ যাদব, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, জাসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিক্স, হেনরিক ক্ল্যাসেন, কেশব মহারাজ, আইদান মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, ওয়েন পার্নেল, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রিলি শামসি, ট্রিস্টান স্টাবস, ইয়র্ন ফরচুন, মার্কো ইয়ানসন, এ. ফেলুকোয়াও।