scorecardresearch
 

Tejashwi Yadav On Champions Trophy: 'মোদী যদি...' চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানে যাওয়া নিয়ে বিস্ফোরক তেজস্বী

জেদ ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের উচিত পাকিস্তানে যাওয়া। এমনটাই মনে করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। খেলাধুলোর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। বলেই মত তাঁর। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) কোথায় হবে তা এখনও ঠিক করতে পারেনি আইসিসি (ICC)। ভারতের বোর্ড সরাসরি তাদের জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল নিয়ে জেতে পারবে না। কারণ সেক্ষেত্রে তারা সরকারের অনুমোদন পাবেন না।  

Advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফি ও তেজস্বী যাদব চ্যাম্পিয়ন্স ট্রফি ও তেজস্বী যাদব

জেদ ছেড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতের উচিত পাকিস্তানে যাওয়া। এমনটাই মনে করেন আরজেডি নেতা তথা বিহার বিধানসভার দলনেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav)। খেলাধুলোর সঙ্গে রাজনীতি জড়ানো উচিত নয়। বলেই মত তাঁর। প্রসঙ্গত চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) কোথায় হবে তা এখনও ঠিক করতে পারেনি আইসিসি (ICC)। ভারতের বোর্ড সরাসরি তাদের জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল নিয়ে জেতে পারবে না। কারণ সেক্ষেত্রে তারা সরকারের অনুমোদন পাবেন না।  

তবে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধেছেন ইন্ডি জোটের অন্যতম শরিক তেজস্বী। তিনি বলেন, 'মোদী যদি বিরিয়ানি খেতে পাকিস্তানে যেতে পারেন, তাহলে খেলার জন্য ভারতীয় দলের পাক মুলুকে যাওয়ার ক্ষেত্রে আপত্তি কীসের?' তেজস্বীর এহেন মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। বিজেপি নেতারা পাল্টা বলেছেন, সংখ্যালঘু ও পাকিস্তান প্রেম তেজস্বী যাদবদের রন্ধ্রে-রন্ধ্রে। তাই পাকিস্তানে ভারতীয় দলের খেলতে যাওয়া নিয়ে উনি আপত্তির কিছু দেখেন না।' 

২০২৫ সালে ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। তবেভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের স্নায়ুযুদ্ধে প্রতিযোগিতা নিয়ে অনিশ্চয়তার মেঘ জমেছে। বিসিসিআই-এর দাবি এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে আয়োজিত হোক এই টুর্নামেন্ট। তাতে বেঁকে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাল্টা হুঙ্কার দিয়ে পিসিবির কর্তারা বলেছেন, পাকিস্তানের মাটি থেকে প্রতিযোগিতা সরানোর চেষ্টা হলে ফল ভাল হবে না, চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটের পথে হাঁটা হবে। দুই পড়শি দেশের রণংদেহী মনোভাবে চরম সমস্যায় পড়েছেন আইসিসি কর্তারা। কী ভাবে জট কাটানো যায় সেই চেষ্টা করেছেন।

আরও পড়ুন

বিহারের বিধানসভার দলনেতা এক সময়ে পেশাদার ক্রিকেটের সঙ্গেও যুক্ত ছিলেন। আর একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবে লালু-পুত্র তেজস্বী মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পাকিস্তানের মাটিতে খেলা উচিত। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'খেলাধুলায় রাজনীতি মেশানো ঠিক নয়। আমাদের যাওয়া উচিত। পাশাপাশি অন্যান্য দলেরও ভারতে আসা উচিত...। সবাই কী অলিম্পিকে অংশগ্রহণ করে না? কেন ভারত সেখানে (পাকিস্তান) যাবে না? আপত্তি কিসের? প্রধানমন্ত্রী যদি সেখানে বিরিয়ানি খেতে যেতে পারেন, তাহলে ভারতীয় ক্রিকেট দল গেলে ভালই হবে।'

Advertisement

Advertisement