Tokyo Olympic: ফাইনালে আশা সৌরভকে ঘিরে! শুটিংয়ে আসতে পারে পদক

১৯ বছর বয়সেই শুটিংয়ে নিজের কেরিয়ার শুরু করে দিয়েছিলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরি। আর সেই বয়স থেকেই একের পর এক সাফল্যে পেয়েছেন ভারতের এই শুটার। মিরাটের এই শুটার ইতিমধ্যেই অলিম্পিকেও নিজের নাম বেশ ভালো ভাবে ছড়িয়ে দিয়েছেন।

Advertisement
Tokyo Olympic: ফাইনালে আশা সৌরভকে ঘিরে! শুটিংয়ে আসতে পারে পদকSaurabh Chaudhury
হাইলাইটস
  • মেডেলের স্বপ্ন দেখাচ্ছেন সৌরভ
  • শুটিংয়ে মেডেল আনতে পারেন সৌরভ চৌধুরি
  • ১৯ বছর বয়সী এই ভারতীয় অ্যাথলিট

১৯ বছর বয়সেই শুটিংয়ে নিজের কেরিয়ার শুরু করে দিয়েছিলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরি। আর সেই বয়স থেকেই একের পর এক সাফল্যে পেয়েছেন ভারতের এই শুটার। মিরাটের এই শুটার ইতিমধ্যেই অলিম্পিকেও নিজের নাম বেশ ভালো ভাবে ছড়িয়ে দিয়েছেন।

এশিয়ান গেমসে ভারতের হয়ে ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছিল সৌরভ চৌধুরি। একই সঙ্গে জুনিয়র আইএসএসএফ বিশ্বকাপে তিনটি স্বর্ণপদক জিতেছিলেন সৌরভ চৌধুরি। একই সঙ্গে গড়েছেন একাধিক নজির। নিজের রেকর্ডও নিজে ভেঙেছেন এই প্রতিভাবান।

ইতিমধ্যেই সৌরভ চৌধুরি পৌঁছে গিয়েছেন ১০মিটার শুটিংয়ের ফাইনালে। কোয়ালিফায়ার রাউন্ডে শীর্ষ স্থানে শেষ করলেন ভারতীয় শুটার সৌরভ চৌধুরি (India shooter Saurabh Chaudhary)। ১০ মিটার এয়ার রাইফেলে (10m air rifle qualifications Olympic Games) ইতিমধ্যেই কোয়ালিফাই করে গিয়েছেন ভারতীয় শুটার সৌরভ। টপ ৮য়ের মধ্যে থেকে এবার ভারতকে মেডেলের স্বপ্ন দেখাচ্ছেন সৌরভও।

 

 


শনিবার ভারতের ১০মিটার এয়ার পিস্টল মেনের ফাইনাল ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করায় ভারতের সৌরভ চৌধুরী তাঁর ক্লাস দেখিয়েছেন। দ্বিতীয় বিশ্বকাপের দ্বিতীয় নম্বর সৌরভ ছয়টি সিরিজে ৫৮৬ করেছেন শীর্ষ আটজনের মধ্যে।


প্রথম সিরিজে ৫ টি দশ মেরেছেন সৌরভ। সহজেই জয় পেয়ে সৌরভ চৌধুরী প্রথম স্থান নিয়ে ফেলেছেন। এবার সৌরভ চৌধুরি খেলবেন ফাইনাল রাউন্ডে। ফাইনাল রাউন্ডে পদকের স্বপ্ন দেখাচ্ছেন সৌরভ। আইএসএসএফ বিশ্বকাপ সহ বিভিন্ন বড় টুর্নামেন্ট, এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো ইভেন্টে পদক ছিল সৌরভের। এবার তিনি প্রথম অলিম্পিক মেডেল জেতার অপেক্ষায় রয়েছেন।

১৯ বছরের সৌরভ যদি এবার অলিম্পিকে পদক জেতেন তাহলে তিনি ভারতের পাঁচ নম্বর শুটার হতে চলেছেন। রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বৃন্দা, গগণ নারং, বিজয় কুমরাররা এর আগে দেশের হয়ে পদক জিতেছিলেন। এবার সৌরভ চৌধুরির পালা নিজেকে প্রমাণ করার।

POST A COMMENT
Advertisement