অলরাউন্ডার শাহরুখ খান এবং তাঁর তামিলনাড়ু দলের সতীর্থ ক্রিকেটার আর সাই কিশোরকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ছয় ম্যাচের জন্য স্ট্যান্ড-বাই প্লেয়ার হিসেবে ভারতীয় দলে (Team India) অন্তর্ভুক্ত করা হয়েছে। তামিলনাড়ুর বিজয় হাজারে অভিযানে শাহরুখ এবং সাই কিশোর দুজনেই বড় ভূমিকা পালন করেছিলেন। কোভিডের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে দুই ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। বোর্ডের এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থাকে বলেছেন, "হ্যাঁ, শাহরুখ এবং সাই কিশোরকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য স্ট্যান্ড-বাই হিসাবে ডাকা হয়েছে। দলের মূল খেলোয়াড়দের সঙ্গেই বায়োবাবলে ঢুকবে তারা। ৬ ফেব্রুয়ারি আহমেদাবাদে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সীমিত ওভারের সিরিজ। এরপর বাকি দুটি ওয়ানডেও অনুষ্ঠিত হবে সেই মাঠেই। এরপর কলকাতায় তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে দুই দলের মধ্যে।
ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন দুই ক্রিকেটার
দ্বিতীয়বার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন স্পিনার সাই কিশোর। গত বছর রাহুল দ্রাবিড়ের (Rahul DraviD) কোচিংয়ে শ্রীলঙ্কা সফরেও তিনি নেট বোলার হিসেবে দলে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে শাহরুখও এই মরসুমে মূল দলে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন। তবে মূল দলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে দলে রয়েছেন তিনি। কর্ণাটকের বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচে শেষ বলে ছক্কা মেরে দলকে জয়ের পথে নিয়ে যান শাহরুখ। একই ভাবে,বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৩৯ বলে ৭৯ রান করেছিলেন এবং হিমাচল প্রদেশের বিরুদ্ধে ফাইনালে ৪২ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: ধোনির প্রিয় এই কোম্পানি এবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি স্পন্সর
একদিনের সিরিজে ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কওয়াড়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, বিখ্যাত কৃষ্ণা এবং আভেশ খান।
ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর সূচি:
১ম একদিনের ম্যাচ - ৬ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
২য় একদিনের ম্যাচ- ৯ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
৩য় একদিনের ম্যাচ - ১২ ফেব্রুয়ারি, আহমেদাবাদ
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ- ১৫ ফেব্রুয়ারি, কলকাতা
২য় টি-টোয়েন্টি ম্যাচ - ১৮ ফেব্রুয়ারি, কলকাতা
৩য় টি-টোয়েন্টি ম্যাচ - 20 ফেব্রুয়ারি, কলকাতা