ঘরের মাঠে শততম একদিনের ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়বেন তিনি। বিরাট ছাড়াও এর আগে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহম্মদ আজাহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনি (Mahenra Singh Dhoni), যুবরাজ সিং (Yuvraj Singh)ভারতের মাটিতে ১০০-র বেশি একদিনের ম্যাচ খেলেছেন। দেশে ও বিদেশে মিলিয়ে বিরাট ২৫৮ টি একদিনের ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর রান ১২২০০ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতে গিয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নেবে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে রান না পেলেও রানে ফিরতে মরিয়া ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি হবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। তিন ম্যাচের একদিনের সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টি খেলতে কলকাতায় আসবে দুই দল।
ভারতের মাটিতে বিরাট খেলেছেন ৯৯ টি একদিনের ম্যাচ। ৫০০২ রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯ টি শতরান। সচিন তেন্ডুলকর ছাড়া ঘরের মাঠে এর চেয়ে ভাল রেকর্ড আর কোন ক্রিকেটারের নেই। ভারতে সচিন খেলেছেন ১৬৪ টি একদিনের ম্যাচ তাঁর রান ৬৯৭৬। ঘরের মাঠে সচিনের সেঞ্চুরির সংখ্যা ২০ টি। অর্থাৎ আরও একটি সেঞ্চুরি করতে পারলে সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন বিরাট।
আরও পড়ুন: কোন খেলোয়াড় কেনা হবে, কীভাবে ঠিক করে দলগুলি?
দীর্ঘদিন ধরেই সেঞ্চুরি পাচ্ছেন না বিরাট। ২০১৯ এর নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি করেছিলেন তিনি। তারপর থেকে ভাল শুরু করেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি তিনি। ভারতের হাজারতম একদিনের ম্যাচে রবিবার মাত্র ৮ রান করে আউট হন বিরাট। তবুও ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর দারুন বল করেন। এই দুই বোলারের দাপটে মাত্র ১৭৭ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। এখান থেকে জিততে অসুবিধে হয়নি ভারতের। অধিনায়ক রোহিত শর্মা ৫১ বলে ৬০ রানের ইনিংস খেলেন। তার জেরে ২২ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে ফিরতে পারেন শিখর ধাওয়ান। সে ক্ষেত্রে প্রথম একাদশের বাইরে চলে যাবেন ঈশান কিশান। প্রথম একদিনের ম্যাচে রোহিত শর্মার সঙ্গে ওপেন করেছিলেন ঈশান।