Virat Kohli: সামনেই ইংল্যান্ড সফর, ছুটি পেয়েই মলদ্বীপের সৈকতে বিরুষ্কা

ছুটি কাটিয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে চলা টি২০ সিরিজে খেলছেন না বিরাট। খেলবেন এজবাস্টন টেস্ট। গত বছর করোনার জন্য সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি। সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বিরাটের নেতৃত্বেই এই সিরিজ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই এই সিরিজ বিরাটের জন্য খুব স্পেশাল।

Advertisement
সামনেই ইংল্যান্ড সফর, ছুটি পেয়েই মলদ্বীপের সৈকতে বিরুষ্কাবিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ছবি - ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন বিরাট
  • সঙ্গী তাঁর স্ত্রী অনুষ্কাও

আইপিএল-এর খেলা শেষ করেই মলদ্বীপে ছুটি কাটাতে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। সপরিবারে ঘুরতে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সঙ্গে রয়েছেন অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন দুই জনেই। বিরাটের ছবিতে দেখা যাচ্ছে তিনি বিচে বসে রয়েছেন। লাল শর্টস পরে দেখা গিয়েছে তাঁকে। 

ছুটি কাটিয়ে ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন বিরাট। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে চলা টি২০ সিরিজে খেলছেন না বিরাট। খেলবেন এজবাস্টন টেস্ট। গত বছর করোনার জন্য সিরিজের শেষ ম্যাচ খেলা হয়নি। সেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। বিরাটের নেতৃত্বেই এই সিরিজ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। তাই এই সিরিজ বিরাটের জন্য খুব স্পেশাল।

আরও পড়ুন: দ্বিতীয় টি২০ তেও হার পান্তদের, ৪ উইকেটে জিতল দঃ আফ্রিকা

গত বছরের সেপ্টেম্বরে ম্যাঞ্চেস্টারে ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট খেলার কথা থাকলেও কয়েকজন ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে যাওয়ায় ম্যাচ বাতিল করা হয়। এরপরে একের পর এক সিরিজ চলতে থাকায় দুই দল সেই ম্যাচ খেলতে পারেনি। সেই জন্যই ফের ইংল্যান্ড সফরের জন্য ভারত সে দেশে যাচ্ছে ভারত। আর সেই সময়ই গত বছর না হওয়া ম্যাচ খেলে ফেলছে দুই দল। অর্থাৎ একই সঙ্গে দুটি সিরিজের ফয়সালা হবে এই সফরে। ১ থেকে ৫ জুলাই বার্মিংহামে খেলবে দুই দল। এরপর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। তিন ম্যাচের টি২০ সিরিজের পাশাপাশি তিনটি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। ৭ জুলাই থেকে শুরু হবে সীমিত ওভারের সিরিজ। এবারের আইপিএল-এ একেবারেই পরিচিত ফর্মে ছিলেন না বিরাট। মাত্র তিনটি হাফ সেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। তাঁর ফর্ম চিন্তায় ফেলেছে প্রাক্তন ক্রিকেটারদেরও। তাই ইংল্যান্ড সফরে ফর্মে ফিরতে মুখিয়ে থাকবেন তিনি। তাঁর ফর্মে ফেরা ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বছরেই টি২০ বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল।       

Advertisement

                  

POST A COMMENT
Advertisement