scorecardresearch
 

Virat Kohli: গাড়িতে ডিজেলের বদলে পেট্রোল ঢেলেছিলেন বিরাট, যা ঘটল...

বিরাট কোহলির (Virat Kohli) গাড়ির কালেকশন (Virat Kohli Car Collection) দেখলে মাথা খারাপ হয়ে যেতে পারে যে কোনও মানুষের। তাঁর গ্যারেজে শোভা পায় অডি, পোর্শে, বিএমডব্লিউ, বেন্টল রেঞ্জ রোভারের  মতো বিলাসবহুল গাড়ি। একটা সময় স্পোর্টস কার ভীষণ পছন্দ ছিল। তবে এখন ফ্যামিলি কার কেনার দিকে ঝুঁকছেন ভারতের তারকা ক্রিকেটার। তবে প্রথমবার গাড়ি কিনে বিরাট বিপদের মুখে পড়েছিলেন কোহলি। 

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি
হাইলাইটস
  • টাটা সাফারি কিনেছিলেন বিরাট
  • সেই গাড়িতেই ঘটে বিপত্তি

বিরাট কোহলির (Virat Kohli) গাড়ির কালেকশন (Virat Kohli Car Collection) দেখলে মাথা খারাপ হয়ে যেতে পারে যে কোনও মানুষের। তাঁর গ্যারেজে শোভা পায় অডি, পোর্শে, বিএমডব্লিউ, বেন্টল রেঞ্জ রোভারের  মতো বিলাসবহুল গাড়ি। একটা সময় স্পোর্টস কার ভীষণ পছন্দ ছিল। তবে এখন ফ্যামিলি কার কেনার দিকে ঝুঁকছেন ভারতের তারকা ক্রিকেটার। তবে প্রথমবার গাড়ি কিনে বিরাট বিপদের মুখে পড়েছিলেন কোহলি। 

প্রথমবার নিজের উপার্জনের টাকায় টাটা সাফারি (Tata Safari) গাড়ি কিনেছিলেন বিরাট। সেই সময় বিরাটের গাড়ির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতেন পাড়া প্রতিবেশিরা। এমনটাই স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিরাট। মজার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন বিরাট। তিনি বলেন, 'গাড়ি কিনে প্রথমবার ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। সেটা ছিল একটা ডিজেল গাড়ি। এরপর ভাই গাড়ি নিয়ে তেল ভরাতে যায়। পেট্রোল পাম্পে গিয়ে ও বলে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে দিতে। তবে পেট্রোল না ডিজেল কী ভরতে হবে সেটা ও বলেনি। ডিজেল গাড়িতে পেট্রোল ভরে দিয়েছিল। গাড়ি কিছুদূর গিয়ে আর এগোয়নি। ভেবেছিলাম গাড়িটাই খারাপ। তারপর ভাইকে জিজ্ঞাসা করে জানতে পারি, ডিজেলের পরিবর্তে পেট্রোল ভরে দিয়েছে। এরপর তাঁকে ডেকে গোটা ট্যাঙ্ক খালি করাতে হয়েছিল।'

আরও পড়ুন: হাঁটুতে মারাত্মক চোট ধোনির, খেলবেন KKR-এর বিরুদ্ধে ম্যাচে?

পাশাপাশি তাঁর প্রথম গাড়ি নিয়ে নস্ট্যালজিক বিরাট কোহলি। সেই গাড়ি কেনার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, 'প্রথম গাড়ি যেটা কিনেছিলাম সেটা ছিল সাফারি। সেইসময়ে সাফারি এমন একটা গাড়ি ছিল যা রাস্তায় নামলে লোকে নিজের থেকেই সরে দাঁড়াতেন। সাফারি নেওয়ার পিছনে এটাই ছিল অনুপ্রেরণা। সাফারি গাড়ি থাকা মানে স্ট্যাটাস বেড়ে যাওয়ার মতো।'

Advertisement

আরও পড়ুন: ভাইয়ের পথ ধরে DC-তে ঈশানও? সৌরভের দলে ট্রায়াল দিলেন বাংলার বোলার

দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন বিরাট। আইপিএল-এও (IPL 2023) দারুণ পারফর্ম করছেন বিরাট। যদিও তাঁর দল তিন ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতে সাত নম্বরে রয়েছে। কলকাতায় ইডেন গার্ডেন্সে কেকেআর-এর (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচেও হারতে হয়েছে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের।       

Advertisement