scorecardresearch
 

Virat Kohli: আনবক্সিংয়ের আগেই বিরাটের মোবাইল গায়েব? ট্যুইট কোহলির

হারিয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli) ফোন। ট্যুইট করে নিজের ফোন হারিয়ে যাওয়ার খবর জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি তিনি জানতে চেয়েছেন, কেউ তাঁর সেই ফোন (Virat Kohli Phone) দেখতে পেয়েছেন কি না। কিন্তু আনবক্সিং-এর আগেই কীভাবে হারাল ভারতের তারকা ব্যাটারের ফোন? তা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি
হাইলাইটস
  • ফোন খোয়ালেন বিরাট
  • ট্যুইট করে জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক

হারিয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli) ফোন। ট্যুইট করে নিজের ফোন হারিয়ে যাওয়ার খবর জানিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি তিনি জানতে চেয়েছেন, কেউ তাঁর সেই ফোন (Virat Kohli Phone) দেখতে পেয়েছেন কি না। কিন্তু আনবক্সিং-এর আগেই কীভাবে হারাল ভারতের তারকা ব্যাটারের ফোন? তা নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়ে গিয়েছে।

অনেকেই মনে করছেন এটা তাঁর বিজ্ঞাপনী চমক হতে পারে। মঙ্গলবার সকালে বিরাট ট্যুইট করে লেখেন, 'নতুন মোবাইল বাক্স খোলার আগেই হারিয়ে গিয়েছে। এর চেয়ে দুঃখের আর কী হতে পারে? কেউ দেখেছেন কী?' কোন মডেলের কী ফোন হারিয়েছে তাঁর তাও স্পষ্ট করে জানাননি ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজে দলে ফিরে আবেগঘন জাদেজা, বললেন...

তবে তাঁর ট্যুইটে কমেন্ট করেছে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। তারা লিখেছে, 'আপনি বৌদির (অনুষ্কা শর্মা) ফোন থেকে আইসক্রিম অর্ডার করতে পারেন। আমাদের মনে হয় তাতে সুবিধা হবে।' অনেকেই আবার বলেছেন, 'নতুন ফোনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সস্তায় পাবেন।'   

তবে এই ট্যুইটের মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন বিরাট তা বোঝা যাচ্ছে না। বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।  সেই টেস্টের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন বিরাট।    

আরও পড়ুন: WTC ফাইনালে ভারত? নিশ্চিত নয় অস্ট্রেলিয়াও, রইল অঙ্ক  

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড: 
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথিউ রেনশ, স্টিভ স্মিথ (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, মিচেল সুইপসন, ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ভারত সফর (টেস্ট সিরিজের সময়সূচী):
প্রথম টেস্ট - ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি, নাগপুর
দ্বিতীয় টেস্ট - ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি, দিল্লি
তৃতীয় টেস্ট - ১ থেকে ৫ মার্চ, ধর্মশালা
চতুর্থ টেস্ট - ৯ থেকে ১৩ মার্চ, আহমেদাবাদ

Advertisement