Virat Kohli: ১ মাস ব্যাটই ধরেননি, ইংল্যান্ড সফর থেকেই অবসাদে ভুগছিলেন বিরাট!

স্টার স্পোর্টসের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি বলেন, "১০ বছরের মধ্যে প্রথমবার, আমি এক মাস আমার ব্যাট ছুঁয়েও দেখিনি। বুঝতে পেরেছিলাম যে  আমার শরীর থামতে বলছিল। মন থেকে ব্রেক নিতে চাইনি। শরীরের জন্য ব্রেক নিতে হয়েছে।" ইংল্যান্ড সফরের পরে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। সেই সফর শেষ করে জিম্বাবোয়ে সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কোনও দলেই ছিলেন না বিরাট।

Advertisement
১ মাস ব্যাটই ধরেননি, ইংল্যান্ড সফর থেকেই অবসাদে ভুগছিলেন বিরাট!বিরাট কোহলি
হাইলাইটস
  • অবসাদে ভুগেছেন বিরাট
  • এক সাক্ষাৎকারে জানালেন কোহলি

মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর তাঁর মানসিক স্বাস্থ্য ভেঙে পড়েছিল বলে জানিয়েছেন বিরাট নিজেই। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সিরিজের পরে প্রায় এক মাস বিশ্রাম নিয়েছিলেন বিরাট। গত আড়াই বছরে একটাও সেঞ্চুরি নেই বিরাটের। ফলে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতের তারকা ব্যাটারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট ও দু'টি ওয়ানডে ম্যাচ মিলিয়ে মাত্র ৭৬ রান করেন তিনি।

এক মাস ব্যাট ছুঁয়েও দেখেননি বিরাট

স্টার স্পোর্টসের শেয়ার করা একটি ভিডিওতে কোহলি বলেন, "১০ বছরের মধ্যে প্রথমবার, আমি এক মাস আমার ব্যাট ছুঁয়েও দেখিনি। বুঝতে পেরেছিলাম যে  আমার শরীর থামতে বলছিল। মন থেকে ব্রেক নিতে চাইনি। শরীরের জন্য ব্রেক নিতে হয়েছে।" ইংল্যান্ড সফরের পরে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল। সেই সফর শেষ করে জিম্বাবোয়ে সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। কোনও দলেই ছিলেন না বিরাট।

আরও পড়ুন: দুবাইয়ের এই বিলাসবহুল হোটেলে থাকছে টিম ইন্ডিয়া, ভাড়া জানেন?

বিরাট কোহলি
বিরাট কোহলি

মানসিক অসুস্থতায় ভুগছিলেন বিরাট  

বিরাট আরও বলেন, "আমার স্বীকার করতে কোনও সমস্যা নেই যে, মানসিকভাবে সুস্থ ছিলাম না। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা এ ব্যাপারে কথা বলি না, কারণ আমাদের মনে এই ব্যাপারে কথা বললে লোকে আমাদের মানসিকভাবে দুর্বল ভাববে। আমি বিশ্বাস করি , নিজেকে দুর্বল বলে স্বীকার করে নেওয়াই উচিত।" কোহলি এর আগে ২০১৪ সালের ইংল্যান্ড সফরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। 

আরও পড়ুন: এশিয়া কাপেই কি ফর্মে ফিরতে পারবেন বিরাট? সৌরভ বললেন...

বিরাটকে দেখে মানসিকভাবে খুব শক্তিশালী মনে হলেও তাঁর জীবনেও অবসাদ আসে। তিনি বলেন, ''আমাকে দেখে লোকে ভাবে মানসিকভাবে আমি খুব শক্তিশালী। কিন্তু প্রত্যেকেরই একটি সীমা আছে এবং আপনাকে সেই সীমাটা চিনতে হবে। নয়ত সমস্যায় পড়তে হবে। এই সময়টা আমাকে অনেক কিছু শিখিয়েছে।'' 

Advertisement

তবে এশিয়া কাপে (Asia Cup 2022) ফিরতে চাইবেন বিরাট। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে খেলতে নামবেন বিরাট। এটি হবে তাঁর শততম টি২০ ম্যাচ। তিনি খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে ১৩৭.৬৬ স্ট্রাইক রেটে ৯৪টি ম্যাচে ৩৩০৮ রান করেছেন।         

POST A COMMENT
Advertisement