Virat Kohli On ICC Trophy Win: 'কেউ ২০১১-র সেমিফাইনালের কথা বলে না' ICC ট্রফি খরা নিয়ে বিরাট বললেন...

১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ঘরের মাঠে আবারও বিশ্বকাপ জেতার জেতার সুযোগ কিং কোহলির (King Kohli) সামনে। ব্যক্তিগত নানা মাইলস্টোন ছুঁয়ে ফেললেও আইসিসি ট্রফি আসছে না। 

Advertisement
'কেউ ২০১১-র সেমিফাইনালের কথা বলে না' ICC ট্রফি খরা নিয়ে বিরাট বললেন...বিরাট কোহলি

১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। ঘরের মাঠে আবারও বিশ্বকাপ জেতার জেতার সুযোগ কিং কোহলির (King Kohli) সামনে। ব্যক্তিগত নানা মাইলস্টোন ছুঁয়ে ফেললেও আইসিসি ট্রফি আসছে না। 


একাধিক আইসিসি (ICC) ট্রফি হারের যন্ত্রণা মনে রেখেছেন বিরাট কোহলি (Virat Kohli) । তাঁর চোখ এখন শুধুই আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দিকে। আইসিসি ইভেন্ট না জেতার খরা মেটাতে মরিয়া তিনি। এশিয়া কাপ (Asia Cup 2023) জিতে সেটাই জানিয়েছেন বিরাট। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সমর্থকদের মধ্যে এখন থেকেই আবেগ লক্ষ্য করতে পারছি। যেখানেই যাচ্ছি সেখানে সবাই গত দুই বিশ্বকাপ জয় নিয়ে আলোচনা করছেন। এটাই তো স্বাভাবিক। বিশেষ ভাবে বর্তমান প্রজন্মের মানুষের কাছে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা। আমরা সেই স্মৃতি আরও একবার ফেরাতে বদ্ধপরিকর। শুধু আমাদের জন্য নয়। সমর্থকদের কথা ভেবেই বিশ্বকাপ জিততে চাই।‘


প্রত্যাশার চাপ মাঝেমধ্যে সমস্যায় ফেলে। সেটা স্বীকার করে নিলেন বিরাটও। তিনি বলেন, ‘সবাই ২০১৫ ও ২০১৯ সালের সেমিফাইনালে আমার ব্যর্থতার কথা বলেন। তবে ২০১১ সালের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করতে পারিনি। কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না। কারণ সেই ম্যাচটা আমরা জিতেছিলাম।‘ এবারেও ঘরের মাঠে বিশ্বকাপ। ফলে আলাদা চাপ থাকবেই। তাও স্বীকার করে নেন কোহলি। তিনি বলেন, ‘এবারও চাপ আছে। আর যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ, তাই প্রত্যাশার চাপ থাকা খুবই স্বাভাবিক। তবে আমরাও তৈরি। সবাই মিলে একজোট হয়ে বিশ্বকাপ জেতার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। এই মুহূর্তে সেটাই লক্ষ্য। একটা কথা মনে রাখবেন। ক্রিকেটারদের থেকে বেশি আর কেউ ট্রফি জিততে চায় না।


এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলে বিশ্বকাপ অভিযান শুরু করবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement