বৃহস্পতিবার রাতে রিয়াধে পিএসজি-র বিরুদ্ধে এক প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াধ একাদশের। লিওনেল মেসির (Lionel Messi) পিএসজি-র (PSG) বিরুদ্ধে ম্যাচে দারুণ খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। প্রদর্শনী ম্যাচ হলেও, গোটা বিশ্বের নজর ছিল এই ম্যাচের দিকে। চোখ রেখেছিলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিও (Virat Kohli)। এই ম্যাচে দুই গোল করা রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়ে দিলেন বিরাট।
ইনস্টাগ্রামে রোনাল্ডোর প্রশংসা করার পাশাপাশি সিআর সেভেনের সমালোচকদেরও কটাক্ষ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রোনাল্ডো ২ গোল করলেও ৫-৪ গোলে ম্যাচ হারে রিয়াধের দল। এই ম্যাচে প্রথম গোলটাই করেছিলেন লিওনেল মেসি। এরপর দুই গোল করেন পর্তুগিজ তারকা। ম্যাচের পর বিরাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, '৩৮ বছর বয়সেও সর্বোচ্চ স্তরে খেলছেন রোনাল্ডো। ফুটবল পন্ডিতরা প্রতি সপ্তাহে খবরে থাকার জন্য তাঁকে সমালোচনা করেন। যদিও তারপর সবাই চুপ হয়ে যায়। সকলেই যখন বলছিল তিনি শেষ হয়ে গিয়েছেন, ঠিক সেই সময়ই বিশ্বের অন্যতম শীর্ষ ক্লাবের বিরুদ্ধে এমন পারফর্ম করলেন তিনি।
আরও পড়ুন: ভারতের গর্ব, এমবাপে-মেসি-রোনাল্ডোদের সঙ্গে যখন দেখা হল বিগ বি-র, VIDEO
সম্ভবত শেষবার একে ওপরের বিরুদ্ধে মাঠে নামলেন রোনাল্ডো ও মেসি (Cristiano Ronaldo vs Lionel Messi)। রোনাল্ডো সম্প্রতি আল নাসের এফসির সঙ্গে রেকর্ড অঙ্কের টাকার বিনিময় চুক্তি করেছেন। অন্যদিকে লিওনেল মেসি পিএসজির হয়ে খেলেন যা একটি ফরাসি ক্লাব। দুই তারকারই বয়স বেড়েছে। আগামী বিশ্বকাপে তাদের খেলা কঠিন হবে। মেসি আগেই জানিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। রোনাল্ডো এখনও সিদ্ধান্ত নেননি। পাশাপাশি ক্লাব ফুটবলেও দুই তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ, মেসি খেলেন ইউরোপের ক্লাবে। আর রোনাল্ডো খেলছেন এশিয়ান ক্লাবে।
অন্যদিকে দারুণ ছন্দে রয়েছেন বিরাট কোহলিও। তবে শনিবারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে বড় রান করতে চাইবেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুটি সেঞ্চুরি করেছিলেন বিরাট। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি তিনি। ভারত ১২ রানে জিতলেও বিশ্বকাপের আগে বিরটের ধারাবাহিকতা টিম ইন্ডিয়ার জন্য দারুণ গুরুত্বপূর্ণ হতে পারে।